shono
Advertisement
Tollywood

অনির্বাণ-পরমব্রতর সঙ্গে কাজ করতে নারাজ কলাকুশলীরা! ফেডারেশনের মিটিংয়েই চরম সিদ্ধান্ত?

টলিপাড়ার অন্দরমহলে জোর গুঞ্জন!
Published By: Sandipta BhanjaPosted: 03:08 PM May 02, 2025Updated: 03:32 PM May 02, 2025

স্টাফ রিপোর্টার: পয়লা মে, বৃহস্পতিবার দু' দুটো মিটিং ঘিরে দিনভর সরগরম থেকেছে টালিগঞ্জের স্টুডিওপাড়া। একদিকে ফেডারেশনের মেগা মিটিং, অন্যদিকে আর্টিস্ট ফোরামও একইদিনে বৈঠক ডেকে ছিল। আশঙ্কা আগেই ছিল যে, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ ক'জন পরিচালকদের বিরুদ্ধে মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হতে পারে ফেডারেশনের বৈঠকে। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সেই জল্পনাতেই সম্ভবত সিলমোহর পড়তে চলেছে এবার।

Advertisement

যদিও ফেডারেশনের তরফে অফিশিয়ালি কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে লক্ষ্মীবারের মিটিংয়ের পর বাংলা সিনেইন্ডাস্ট্রিতে ফিসফাস, ওই মিটিংয়েই নাকি কলাকুশলীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ বেশ কজন পরিচালকদের সঙ্গে কাজ করতে নারাজ তাঁরা। এই তালিকায় পরিচালক সুদেষ্ণা রায়ের নামও শোনা যাচ্ছে। স্টুডিওপাড়ায় গুঞ্জন, মেগা মিটিংয়ে নাকি টেকনিশিয়ানরা এক জোট হয়েছেন তাঁদের বিরুদ্ধে।

ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। সাম্প্রতিক অতীতেও দু’পক্ষের লড়াইয়ে বারবার জট বেঁধেছে টলিপাড়ায়। মূলত 'অসহযোগিতা'র অভিযোগ উঠেছে দু’ তরফ থেকেই। উল্লেখ্য, অনির্বাণ যেমন অভিনেতা-পরিচালক, পরমব্রত তেমন অভিনেতা-পরিচালকের পাশপাশি প্রযোজকও। ফলে দু' জনের 'কমন ফ্যাক্টর' যেহেতু অভিনেতা, তাই এদিন সকলের নজর ছিল আর্টিস্ট ফোরামের মিটিংয়ের সিদ্ধান্তের দিকেও। তবে আর্টিস্ট ফোরাম তাদের মিটিংয়ে সাফ জানিয়ে দিয়েছে যে, এটা পরিচালকদের গিল্ডের সঙ্গে ফেডারেশনের সমস্যা। আর্টিস্ট ফোরাম এই দ্বন্দ্বে ঢুকবে না। সূত্রের খবর, বেশ ক'জন অভিনেতা-অভিনেত্রী এদিন বৈঠকে প্রযোজকদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ, 'বলা নেই, কওয়া নেই, যে কাউকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে।'

প্রসঙ্গত দিন কয়েক আগে, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদেষ্ণা রায় শুটিং শুরু করতে গিয়ে মারাত্মক অসহযোগিতার মুখে পড়েন। তার সঙ্গে কোনও কলাকুশলীই কাজ করতে রাজি হয় না বলে অভিযোগ। এবার কি তেমনই আশঙ্কাই করেছিলেন অনির্বাণ-পরমব্রতরা? বুধবার এক ভিডিও বার্তা প্রকাশ্যে আসায়, সেরকমই কানাঘুষো টলিউডের অন্দরে। উপরন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যে মামলা করা হয়েছে তাতে দুই তারকা অগ্রণী ভূমিকা নিয়েছেন। পয়লা মে টেকনিশিয়ানসদের মিটিংয়ে তাঁদের বিরুদ্ধে কলাকুশলীরা যাতে একজোট না হন, তার জন্য বুধবার এক ভিডিও বার্তায় কলাকুশলী ভাইবোনদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন সুদেষ্ণা রায়, পরমব্রত, অনির্বাণ-সহ আরও বেশ ক’জন পরিচালক। কিন্তু বৃহস্পতিবারের মিটিংয়ে নাকি বেশ ক'জন পরিচালকদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কলাকুশলীরা। টলিপাড়ার অন্দরমহল সূত্রে তেমনটাই খবর। এই দ্বন্দ্ব কি আদৌ মিটবে? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেডারেশনের তরফে অফিশিয়ালি কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
  • গুঞ্জন, কলাকুশলীদের একাংশ নাকি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়দের সঙ্গে কাজ করতে নারাজ তাঁরা।
Advertisement