shono
Advertisement
Hina Khan

'সবার আগে আমি একজন ভারতীয়', নিন্দুকদের কড়া জবাব হিনার

অপারেশন সিঁদুরকে সমর্থন করে কটাক্ষের শিকার হন।
Published By: Sayani SenPosted: 04:16 PM May 10, 2025Updated: 04:16 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলেন। সেটাই যেন তাঁর 'অপরাধ'। শুধুমাত্র সে কারণে বারবার নেটিজেনদের বাঁকা কথা শুনতে হয়েছে হিনাকে। তবে তাঁকে নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না অভিনেত্রী। নিন্দুকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ফের জোরাল বার্তা তাঁর।

Advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "আমি সারাজীবন সীমান্তে ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, কেউ কেউ আবার আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। আমি আপনাদের থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি।"

তিনি আরও বলেন, "আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনার এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না। আমি শুধু দেশকে সমর্থন করব।" এর আগে বাংলাদেশের অচলাবস্থার সময়েও মুখ খোলেন হিনা। পদ্মাপারের হিন্দুদের উপর হওয়া হামলার প্রতিবাদে সুর চড়িয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াই করা হিনা যে লড়াকু মনোভাবাপন্ন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নিন্দুকদের উদ্দেশে তাঁর বার্তা যেন আরও একবার তাঁর লড়াকু মানসিকতারই প্রমাণ দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
  • অপারেশন সিঁদুরকে সমর্থন করে কটাক্ষের শিকার হন।
  • নিন্দুকদের উদ্দেশে ইনস্টাগ্রামে জোরাল বার্তা অভিনেত্রী হিনা খানে।
Advertisement