shono
Advertisement
Iman Chakraborty

ভোটে লড়বেন ইমন? 'আমার কাছে প্রস্তাব...', নিজেই জল্পনা উসকে দিলেন গায়িকা!

রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী জানালেন ইমন চক্রবর্তী?
Published By: Sandipta BhanjaPosted: 04:41 PM Nov 10, 2025Updated: 04:52 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। তাঁর সুরের মূর্ছনায় মাতোয়ারা সারা বাংলা। প্লেব্যাক হোক বা লাইভ কনসার্ট, ইমন চক্রবর্তীর গান শোনার জন্য মুখিয়ে থাকেন শ্রোতা অনুরাগীরা। 'ব্যক্তি' ইমনের (Iman Chakraborty) গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। স্পষ্টবক্তা হিসেবে বরাবর প্রশংসিত হয়েছেন গায়িকা। এবার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে ইমন চক্রবর্তীর রাজনীতিতে পদাপর্ণের গুঞ্জন তুঙ্গে!

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গায়িকার সুসম্পর্ক বরাবর। উপরন্তু দীপাবলিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন ইমন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, ইমন নাকি খুব শিগগিরি রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন! বিশেষ করে তাঁর ভোটে লড়ার গুঞ্জন চাউড় হয়েছে। আদৌ কী তাই? ইমনের মন্তব্য, "স্বামী এবং আমার কাকুকে নিয়ে দিদির বাড়িতে কালীপুজোর দিন গিয়েছিলাম। তিনি আমাদের যেভাবে যত্ন করেছেন, সেটা অকল্পনীয়! সব ঘর ঘুরিয়ে দেখিয়েছেন। মা কোন ঘরে থাকতেন, সেটাও দেখিয়েছেন উনি। এমনকী নিজে হাতে খাবার এনে দিয়েছেন। আমায় শাড়িও উপহার দিয়েছেন। তার মানে তো এই নয় যে, উনি আমাকে ভোটে লড়তে বলবেন!"

সত্যিই কি ভোটে লড়ছেন গায়িকা? জল্পনার মাঝে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় ইমনের সঙ্গে। গায়িকার মন্তব্য, "আমার কাছে এখনও পর্যন্ত কোনও দলের তরফে প্রস্তাব আসেনি।" তবে রাজনৈতিক দলের তরফে ভোটে লড়ার প্রস্তাব এলে তখনও কি অবস্থান একই থাকবে? এপ্রসঙ্গে ইমনের সাফ কথা, "প্রস্তাব এলে তখন ভেবে দেখব। আর আমি রাজনীতিতে যোগ দিলে নিজেই সকলকে জানাব।" গায়িকার সংযোজন, মুখ্যমন্ত্রী তাঁর গানের গুণমুগ্ধ শ্রোতা। সবসময়ে তেমন ভালোবাসাই পেয়ে এসেছেন প্রিয় 'দিদি'র তরফে। অতঃপর প্রস্তাব এলে যে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা বহাল, তা বলাই বাহুল্য!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে ইমন চক্রবর্তীর রাজনীতিতে পদাপর্ণের গুঞ্জন তুঙ্গে!
  • গায়িকার মন্তব্য, "আমার কাছে এখনও পর্যন্ত কোনও দলের তরফে প্রস্তাব আসেনি।"
  • ইমনের সাফ কথা, "প্রস্তাব এলে তখন ভেবে দেখব। আর আমি রাজনীতিতে যোগ দিলে নিজেই সকলকে জানাব।"
Advertisement