shono
Advertisement
Oscars-Kantara Chapter 1-'Tanvi The Great'

'হোমবাউন্ডে'র পর অস্কারের দৌড়ে 'কান্তারা'-সহ তিন ছবি, আশায় বুক বাঁধছে ভারতবাসী

ভারতীয় বিনোদুনিয়ার এ এক পরমপ্রাপ্তি বলা যায়।
Published By: Arani BhattacharyaPosted: 06:58 PM Jan 09, 2026Updated: 08:37 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৮তম অস্কারের দৌড়ে প্রথম থেকেই নজর কেড়েছে ভারত। 'হোমবাউন্ড' ছবি সেরা পনেরোটি ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল প্রথমেই। এবার অস্কারের দৌড়ে নাম জুড়ল আরও তিন ভারতীয় ছবির। যা ভারতীয় বিনোদুনিয়ার জন্য এক পরমপ্রাপ্তি বলা যায়।

Advertisement

৯৮তম অস্কার দৌড়ে 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে' ইতিমধ্যেই প্রাথমিক তালিকায় পনেরোটি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে 'হোমবাউন্ড'। এবার অস্কারের সেরা ছবির বিভাগে জায়গা পেল ভারতের তিন জনপ্রিয় ছবি, ঋষভ শেট্টির 'কান্তারা: দ্য চ্যাপটার ওয়ান', 'তনভী: দ্য গ্রেট' এবং 'মহাবতার নরসিংহ'। সরাসরি অস্কারে অংশ নেওয়া ভারতীয় তিন ছবি অস্কারের সমস্ত শর্তপূরণ করেছে বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, সেরা ছবির পাশাপাশি একপিসঙ্গে এই তিনটি ছবি সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা চিত্রগ্রাহক ও সেরা পরিচালক বিভাগেও জায়গা করে নিতে পারে।

  উল্লেখ্য, দেশেও রমরমিয়ে ব্যবসা করেছিল এই ছবিগুলি। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের তরফে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে অস্কারের সেরা ছবি বিভাগে নির্বাচিত ২০১টি পূর্ণ দৈর্ঘ্যের ছবির তালিকা। আর সেই তালিকাতে রয়েছে এই তিন ভারতীয় ছবিও। মুক্তির পর যা দেশেও দর্শকের দরবারে হয়েছিল সমাদৃত। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বের দরবারে সেই সমাদর পাওয়ার অপেক্ষা।সেই অপেক্ষাতেই রয়েছেন ভারতের সিনেপ্রেমীরা। একইসঙ্গে অস্কারের দৌড়ে এহেন প্রাপ্তি যে ভারতীয় বিনোদুনিয়ায় এক মাইলফলক তা বলাই বাহুল্য।

বলে রাখা ভালো, ২০২৫ সালে পৌরাণিক প্রেক্ষাপটে নির্মিত 'কান্তারা: দ্য চ্যাপটার ওয়ান' রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। দু'বছর পর মুক্তি পেয়েছিল প্রথম ছবির সিক্যুয়েলটি। যা বক্সঅফিসে প্রায় ৬০০ কোটির ব্যবসা করেছিল। অন্যদিকে 'মহাবতার নরসিংহ' ও 'তনভী: দ্য গ্রেট' ছবি দুটিও দর্শক বেশ পছন্দ করেছিলেন। এবার অস্কারের দৌড়েও সমস্ত শর্তপূরণ করেহে ছবিগুলি। এই পথচলায় বহু আগে থেকেই সামিল হয়েছিল নীরজ ঘাওয়ানের 'হোমবাউন্ড'। এবার সেই তালিকায় নাম জুড়ল ভারতীয় তিন ছবির। বলে রাখা ভাল ৬ জানুয়ারি, শর্টলিস্টেড পনেরোটি ছবির তালিকা। ভারতের ছবি ছাড়াও সেই তালিকায় রয়েছে জাপান, সুইজারল্যান্ড, স্পেন, তাইওয়ান, তিউনিশিয়া, ইরাক, স্পেন, জর্ডান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, প্যালেস্টাইন, নরওয়ে, আর্জেন্টিনা ও ফ্রান্সের বিভিন্ন ছবি। সেই পনেরোটি ছবির মধ্যে রয়েছে 'হোমবাউন্ড'। আগামী ২২ জানুয়ারি এই ১৫টি ছবির মধ্যে থেকে ফের ঝাড়াইবাছাইয়ের পর বেছে নেওয়া হবে মোট পাঁচটি ছবিকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৯৮তম অস্কারের দৌড়ে প্রথম থেকেই নজর কেড়েছে ভারত।
  • 'হোমবাউন্ড' ছবি সেরা পনেরোটি ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল প্রথমেই।
  • এবার অস্কারের দৌড়ে নাম জুড়ল আরও তিন ভারতীয় ছবির।
Advertisement