shono
Advertisement

Breaking News

Raktabeej 2

নুসরতের বর্ডার ক্রস? সাতদিনেই সাড়ে তিন মিলিয়ন পার 'রক্তবীজ ২'-এর আইটেম সংয়ের

এই আইটেম সং ছুঁল নতুন মাইলস্টোন।
Published By: Arani BhattacharyaPosted: 04:45 PM Aug 29, 2025Updated: 07:02 PM Aug 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পুজোর ছবি 'রক্তবীজ ২' নিয়ে ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা তৈরি করেছে। রথের দিন থেকে এই ছবির বিভিন্ন চরিত্রর লুক প্রকাশ্যে আসা শুরু হয়েছে। সম্প্রতি সামনে এসেছে ছবির আইটেম সং 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস'। আর সেই গানের হাত ধরেই দর্শকের মনে ঝড় তুলেছেন নুসরত জাহান। তাঁর নাচ, এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে এই গান জমজমাট। আর এবার ঠিক এক সপ্তাহের মাথায় এই আইটেম সং ছুঁল নতুন মাইলস্টোন।

Advertisement

এক সপ্তাহেই নুসরতের এই আইটেম সংয়ের সোশাল মিডিয়ায় ভিউ সাড়ে তিন লক্ষ পার করল। বাংলা ছবির আইটেম সংয়ের জন্য এ যেন এক অনন্য প্রাপ্তি। ছবির মূল গল্পেই হোক বা ছবির প্রচারে, কোনও ক্ষেত্রেই কোনও ত্রুটি রাখতে চান না টলিউডের হিট পরিচালক জুটি। এবার সেরকমভাবেই হয়েছে ‘রক্তবীজ ২’ ছবির ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ গানের জমজমাট প্রচার। উল্লেখ্য, এই গানে বিনোদনের মোড়কে ছত্রে ছত্রে পরিবেশন করা হয়েছে সাবধান বাণী। যা তুলে ধরা হয়েছে তা হল দুই দেশের মধ্যে অর্থাৎ ভারত-বাংলাদেশের মধ্যেকার সাম্প্রদায়িকতা। যা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক।

'বেআইনি অনুপ্রবেশ' এই মুহূর্তে ভীষণভাবে আলোচিত এক বিষয়। আর তা নিয়েই রীতিমতো ছবি বুনেছেন টলিউডের হিট পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। নুসরতের মাদকতা মেশানো শরীরী হিল্লোলের আড়ালে লুকিয়ে রয়েছে আরও অনেক কিছু এই গানে। যা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। জঙ্গি, অনুপ্রবেশকারী, একের পর এক ধরপাকড়, এই পরিস্থিতিতে ‘রক্তবীজ ২’ ছবি যে অন্য বার্তা বয়ে নিয়ে আসবে সেকথা বলাই বাহুল্য। এই গানের ছত্রে ছত্রে যেমন রয়েছে ভরপুর বিনোদন তেমনই রয়েছে এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের মতো বিষয়। শুধু তাই নয়, ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ার ঘটনা যখন সীমান্তে বাড়াচ্ছে উদ্বেগ, তখন এই ছবি যে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ঠিক সেরকম সময়েই 'রক্তবীজ ২' বলবে দুই দেশের মধ্যেকার সম্পর্কের গল্প।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি সামনে এসেছে ছবির আইটেম সং 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস'।
  • আর সেই গানের হাত ধরেই দর্শকের মনে ঝড় তুলেছেন নুসরত জাহান।
  • তাঁর নাচ, এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে এই গান জমজমাট।
Advertisement