shono
Advertisement
Janhvi Kapoor

'আদৌ কিছু জানেন?' আম্বেদকরের সমাজনীতির প্রশংসা করেও কটাক্ষের মুখে জাহ্নবী

সদ্যই কান ফিল্ম ফেস্টিভ্যাল মাতিয়েছেন শ্রীদেবীকন্যা।
Published By: Biswadip DeyPosted: 01:41 PM May 25, 2025Updated: 01:41 PM May 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই কান ফিল্ম ফেস্টিভ্যাল মাতিয়েছেন তিনি। পশ্চিমী বিনোদুনিয়ার চোখ ধাঁধিয়ে দিয়েছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সেখানে নিজের ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনেও যোগ দেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই বিতর্কে জড়ালেন তিনি। ছবিতে তাঁর চরিত্র সুধা সম্পর্কে বলতে গিয়ে জাহ্নবী জানালেন, চরিত্রটিকে জ্যান্ত করে তুলতে বাবাসাহেব আম্বেদকর সম্পর্কে বিস্তর পড়াশোনা করেছেন তিনি। আর তারপরই বহু নেটিজেন কটাক্ষ করতে শুরু করেন জাহ্নবীকে। জানতে চান, আদৌ কতটা জানেন তিনি?

Advertisement

ঠিক কী বলেছিলেন জাহ্নবী? সাক্ষাৎকারে 'সুধা' সম্পর্কে বলতে গিয়ে জাহ্নবী জানান, ''ও আম্বেদকরের ভক্ত। কিন্তু ওঁর রাজনীতির এমন অনেক দিক আছে যার আমিও একজন প্রবল সমর্থক। উনি সমাজের জন্য যা যা করেছেন, সেই সব কিছুর সঙ্গেই আমি সম্পূর্ণ সহমত।''

আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। নেটিজেনরা জাহ্নবীর এহেন দাবিকে ভ্রান্ত বলে দাবি করতে থাকেন। একজন লেখেন, 'উনি আম্বেদকরের সমাজ সংস্কার নীতি সম্পর্কে কিছুই জানেন না।' অন্যজনের দাবি, 'অনেক কথাই বললেন, কিন্তু আসলে অর্থহীন।' অনেকের দাবি, এত কথা বললেন জাহ্নবী, কিন্তু আম্বেদকরের অবদান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। কোনও উদাহরণও দেননি। যা থেকে পরিষ্কার, অভিনেত্রী আদৌ কিছু না জেনে সব জানার ভান করছেন।

ট্রোলিংয়ের মুখোমুখি হওয়া অবশ্য জাহ্নবীর জন্য নতুন কিছু নয়। ‘ধড়ক’ ছবি দিয়ে অভিষেক ঘটানোর পর থেকেই কপালে জুটেছিল নেপোকিড তকমা! যদিও বিগত সাত বছরের ফিল্মি কেরিয়ার গ্রাফে করণ জোহরের ‘দ্বিতীয় স্টুডেন্ট’ বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা দৌড়ের ঘোড়া। এবার ফ্রেঞ্চ রিভেরাঁয় গিয়ে নতুন মাইলস্টোন গড়েছেন অভিনেত্রী। তার মধ্যেই ফের ধেয়ে এল ট্রোল-বাণ! এখন দেখার নায়িকা এর জবাবে কিছু বলেন, নাকি চুপ করেই সমালোচনার জবাব দেন অবহেলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রোলিংয়ের মুখে জাহ্নবী কাপুর।
  • সদ্যই কান ফিল্ম ফেস্টিভ্যাল মাতিয়েছেন শ্রীদেবীকন্যা।
  • কিন্তু এবার আম্বেদকরের সমাজনীতি নিয়ে বলতে গিয়ে ট্রোলড হতে হল তাঁকে।
Advertisement