shono
Advertisement
Javed Akhtar-AR Rahman

মুসলিম বলে কাজ নেই রহমানের! 'ভিত্তিহীন দাবি', সুরকারকে জবাব জাভেদ আখতারের

মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে বিগত আট বছর ধরে বলিউডে বহু কাজ তিনি করতে পারেননি, যা তাঁর প্রাপ্য ছিল, রহমানের এই বক্তব্য নিয়েই রীতিমতো তোলপাড় বিনোদুনিয়া। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ জাভেদ আখতার।
Published By: Arani BhattacharyaPosted: 11:49 AM Jan 18, 2026Updated: 05:49 PM Jan 18, 2026

সঙ্গীত দুনিয়ায় বিশেষ অবদানের প্রসঙ্গ উঠলে যাঁদের নাম সর্বাগ্রে আসে তাঁদের মধ্যে একজন এ আর রহমান। বলিউডের অসংখ্য ছবিতে তাঁর সঙ্গীত পরিচালনা এক অন্য মাত্রা যোগ করেছে। সম্প্রতি সেই এ আর রহমানই বলিউডে ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রসঙ্গ তুলে ধরেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান (AR Rahman) দাবি করেন, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে বিগত আট বছর ধরে বলিউডে বহু কাজ তিনি করতে পারেননি, যা তাঁর প্রাপ্য ছিল। রহমানের এই বক্তব্য নিয়েই রীতিমতো তোলপাড় বিনোদুনিয়া। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ জাভেদ আখতার (Javed Akhtar)।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার এপ্রসঙ্গে বলেন, " আমি এ আর রহমানের এই কথার সঙ্গে সহমত নই। তাঁর কাজ কমে যাওয়ার বিষয়ের জন্য কোনও সামাজিক বা সাম্প্রদায়িক কারণ আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় তাঁর এই দাবি একেবারেই ভিত্তিহীন। আসলে আমার মনে হয় অনেকেই তাঁকে অনেক ছোট প্রজেক্টে কাজের প্রস্তাব দিতে সংকোচ করেন। অনেকেই মনে করেন যে তাঁর মতো এমন একজন হেভিওয়েট শিল্পী আদৌ রাজি হবেন কিনা। আর সেখান থেকেই অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা বোধ করতে পারে। কিন্তু এর নেপথ্যে কোনও সাম্প্রদায়িক কারণ রয়েছে বলে আমার মনে হয় না।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” অস্কারজয়ী সুরকার তথা গায়ক এও বলেন যে, “আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।” এহেন মন্তব্যের রেশ টেনেই এবার আইএএনএস-এর ক্যামেরার সামনে মুখ খোলেন শান, অনুপ জলোটা, শঙ্কর মহাদেবন প্রমুখ। এবার এই নিয়ে নিজের মতামত জানালেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement