সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালে শো করতে গিয়ে দুর্ঘটনার শিকার জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। গান গাইতে গাইতে আচমকাই মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। দেখা মাত্রই তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন তাঁর দলের অন্যান্য সদস্যরা। তবে সূত্রের খবর, আপাতত সুস্থই রয়েছেন জনপ্রিয় গায়ক। বড় কোনও চোট তাঁর লাগেনি।
সোমবার ভোপালে এইমসে একটি শো করতে গিয়েছিলেন মোহিত। সুরের মূর্ছনায় ভরে উঠেছিল চারদিক। মঞ্চে গান গাওয়ার সময় মোহিত হয়েছিলেন শিল্পী। পাশে কী রয়েছে তা না দেখেই মঞ্চে এক দিকের দর্শকদের দিকে এগিয়ে যান তিনি। আর তখনই ঘটে দুর্ঘটনা। মঞ্চেই ছিল আলোর স্ট্যান্ডের একটি অংশ। তাতেই পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর দলের অন্যান্য সদস্যরা। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাতাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। দুর্ঘটনায় শিল্পীর সুস্থতা কামনা করছেন নেটিজেন এবং তাঁর অগণিত ভক্তরা। শেষ খবর অনুযায়ী, সুস্থ রয়েছেন শিল্পী।
