shono
Advertisement
Kanchan Sreemoyee

পঞ্চব্যঞ্জনে তারাপীঠে পুজো কাঞ্চন-শ্রীময়ীর, শুটিংয়ের ফাঁকেই ধর্ম-কর্ম দম্পতির

হাড় কাঁপানো পৌষের শেষ শনিবারে তারাপীঠে পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ী।
Published By: Sandipta BhanjaPosted: 06:23 PM Jan 11, 2025Updated: 06:23 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Mullick, Sreemoyee Chattoraj) দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। তাই সুযোগ পেলেই মন্দিরে ছুটে যান। এবার হাড় কাঁপানো পৌষের শেষ শনিবারে তারাপীঠে পুজো দিলেন টলিপাড়়ার তারকাদম্পতি। বীরভূমে এক সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন মল্লিক। শুক্রবারই তারাপীঠে শুট শেষ হয়। সেদিন রাতেই সেখানে পৌঁছে যান স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। আর শনিবার পঞ্চব্যঞ্জন ভোগ সাজিয়ে তারাপীঠে পুজো দিলেন তাঁরা।

Advertisement

কাঞ্চনের পরনে লাল পাঞ্জাবী। সাদা সালোয়ারে সেজেছিলেন শ্রীময়ী। দম্পতির কপালে সিঁদুরে তিলক। হাতে ভোগের থালা নিয়ে ক্যামেরায় পোজ দিলেন কাঞ্চন-শ্রীময়ী। বীরভূমে দেবীর পঞ্চপীঠ। শনিবার তারাপীঠের পাশাপাশি একাধিক মন্দিরে পুজো দিয়েছেন দম্পতি। কখনও নলহাটিশ্বর মন্দিরে মায়ের পায়ে ফুল অর্পণ করতে দেখা গেল তাঁদের, আবার কখনও বা কঙ্কালীতলাতেও পুজো দিয়েছেন বলে জানা গেল। শনিবার তারা মায়ের ভোগের আয়োজন করেছিলেন তাঁরাই। শ্রীময়ী জানিয়েছেন, "পৌষ মাসের শেষ শনিবার। তাই সুযোগ পেয়েই ছুটে গেলাম তারাপীঠে। শুটিং শেষ হওয়ার পর কাঞ্চনও সেখানেই ছিল। দুজনে পুজো দিয়ে ভোগ অর্পণ করেছি। মায়ের আশীর্বাদও নিলাম।" পুজো শেষে ভোগও খেয়েছেন কাঞ্চন-শ্রীময়ী।

তারাপীঠে মাকে কী কী ভোগ অর্পণ করলেন দুজনে? শ্রীময়ী জানালেন, পাঁচ রকম ভাজা, পোলাও, তরকারি, মাছ, পায়েস দিয়েছেন তাঁরা। কোনও মনোবাঞ্ছা পূরণের জন্য নয়। মায়ের আশীর্বাদ নিতেই তারাপীঠে পুজো দিয়েছেন বলে জানালেন। শ্রীময়ী বললেন, মায়ের কাছে তিনি কখনও কিছু চান না। উলটে মাকে বলেন, "তুমি ভাল থাকলে আমিও ভাল থাকব।" রবিবার দিনে শান্তিনিকেতনে কিছুটা সময় কাটিয়ে রাতে কলকাতায় ফিরবেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেতার বাড়ির কালীপুজো থেকে সমস্ত পুজোর আয়োজন একা হাতেই সামলান সুগৃহিণী শ্রীময়ী। একাধিকবার সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন তাঁরা। এবার বীরভূমে পঞ্চপীঠে পুজো দিলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাড় কাঁপানো পৌষের শেষ শনিবারে তারাপীঠে পুজো দিলেন টলিপাড়়ার তারকাদম্পতি।
  • শনিবার পঞ্চব্যঞ্জন ভোগ সাজিয়ে তারাপীঠে পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ী।
  • পুজো শেষে ভোগও খেয়েছেন কাঞ্চন-শ্রীময়ী।
Advertisement