shono
Advertisement
Kangana Ranaut

'নারী তুমি দেবী, একাই যথেষ্ট', নারী দিবসে পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে বড় বার্তা কঙ্গনার

নারী দিবসে 'হাইভোল্টেজ' বার্তা দিলেন সাংসদ-অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 12:59 PM Mar 08, 2025Updated: 12:59 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি স্বঘোষিত বলিউডের 'ক্যুইন'। মুম্বইয়ে এসে হিমাচলীকন্যা একার দাপটে নিজের সিংহাসন তৈরি করেছেন। বহুবার জুটেছে ঘর ভাঙানি তকমা। সঙ্গী হয়েছেস বহু বিতর্ক। তবু দমে থাকেননি। বলিউডের প্রতিষ্ঠিত 'স্টার সাম্রাজ্য'কে বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বুঝিয়ে দিয়েছেন, পর্দার বাইরেও তিনি 'মণিকর্নিকা'। মাণ্ডির সাংসদ পদপ্রাপ্তি হতেই ঝেড়ে ফেললেন বলিউড ক্যুইনের পোশাক। এবার নারী দিবসে 'হাইভোল্টেজ' বার্তা দিলেন সাংসদ-অভিনেত্রী। পুরুষতান্ত্রিক সমাজে থেকে নারীদের নিজের মতো করে পায়ের তলার মাটি শক্ত করা মন্ত্র দিলেন কঙ্গনা।

Advertisement

৮ মার্চ, শনিবার নারীদিবস উপলক্ষে সোশাল মিডিয়ায় যখন নারীদের জন্য শুভেচ্ছাবার্তার হিড়িক, তখন সেই আবহেই কঙ্গনা বললেন, "নারী তুমি দেবী, একাই যথেষ্ট।" সাংসদ-অভিনেত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি সকল নারীকে বলতে চাই, কারও অঙ্গুলিহেলনে বা কারও পরামর্শে পুরুষদের জুতোয় তোমাদের পা গলানোর দরকার নেই। কিংবা অন্য মহিলার সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন নেই। না। বাকি সকলের মতো হওয়ারও দরকার নেই। তোমার অন্দরেই এক শক্তি বিরাজমান, যা তোমাকে নিজেকে আবিষ্কার করার জন্য এবং উন্মোচন করার জন্য অপেক্ষা করছে। শুধু সেই শক্তির উপর মনোযোগ দাও। আরও দয়ালু হও। কৌতূহলী হও। নিজেকে আরও বেশি করে প্রকাশ করো এবং একজন নারীর মতোই থাকো। মনে রেখো যে এই পৃথিবীর প্রত্যেকেই একজন নারীর ভালোবাসা এবং করুণা পেতে চায়।"

ছবি- ইনস্টাগ্রাম

সেই পোস্টেই কঙ্গনার সংযোজন, "আরও বেশি করে ভালোবাসো, আরও বেশি দাও এবং কেবল একজন নারীর মতো হও। তুমি একজন দেবী, প্রত্যেকেরই তোমার প্রয়োজন, এবং তুমিই যথেষ্ট। তুমিই সবকিছু।" নারী দিবস উপলক্ষে কঙ্গনার এই বার্তা অনেকের কাছেই যে অনুপ্রেরণা, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, অতীতে এক সাক্ষাৎকারে বলিউডে নারী সম্মান নিয়ে প্রশ্ন করা হয়েছিল কঙ্গনাকে। সেখানেই তিনি অক্ষয়ের এক সিনেমার প্রসঙ্গ উল্লেখ করে স্পষ্ট জানান যে, "সিং ইজ ব্লিং ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়। আমি সোজা না করেছিলাম। অক্ষয় জিজ্ঞেস করেছিলেন- আমার সঙ্গে কি তোমার কোনও সমস্যা রয়েছে? উত্তরে আমি অক্ষয়কে বলেছিলাম, আপনার বোঝা উচিত। আপনারও একটি কন্যাসন্তান রয়েছে। নারীদের সম্মানের জন্য লড়ছি আমরা।" এই সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, 'সিং ইজ ব্লিং' ছবিতে খুবই অসম্মানজনক এক চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরুষতান্ত্রিক সমাজে থেকে নারীদের নিজের মতো করে পায়ের তলার মাটি শক্ত করা মন্ত্র দিলেন কঙ্গনা।
  • ৮ মার্চ, শনিবার নারীদিবস উপলক্ষে সোশাল মিডিয়ায় যখন নারীদের জন্য শুভেচ্ছাবার্তার হিড়িক, তখন সেই আবহেই কঙ্গনা বললেন, "নারী তুমি দেবী, একাই যথেষ্ট"।
Advertisement