shono
Advertisement

হাইওয়েতে বাইক দুর্ঘটনার কবলে অভিনেতা, প্রাণ বাঁচাতে কেটে বাদ দেওয়া হল ডান পা

দুর্ঘটনার ফলে বন্ধ হল অভিনেতার সব ছবির শুটিং।
Posted: 08:09 PM Jun 26, 2023Updated: 08:54 PM Jun 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অভিনেতার প্রাণ বাঁচাতেই কাটা গেল  ডান পা। চিকিৎসকের কথায়, দুর্ঘটনার ফলে কন্নড় অভিনেতা সূরজ কুমারের ডান পা এতটাই ক্ষতিগ্রস্ত যে, হাঁটুর পর থেকে তা কাটতে বাধ্য হলেন। আপাতত, অভিনেতা সূরজ রয়েছেন মাইসুরুর মণিপাল হাসপাতালে।

Advertisement

তা কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

খবর অনুযায়ী, বাইকে চড়ে মাইসুরু থেকে উটির দিকে যাচ্ছিলেন সূরজ। বাইকটি একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইকটি তারপর একটি লরিতে ধাক্কা মারে। পিষে যায় সূরজের ডান পা।

[আরও পড়ুন: বাড়িতে ৩ কোটির ল্যাম্বরগিনি, বিমানের ইকোনমি ক্লাসে কার্তিক! ছবি হিট করানোর ফর্মূলা?]

২৪ বছর বয়সী এই অভিনেতা কর্ণাটকের অভিনেতা ড: রাজকুমারের স্ত্রী পারবথাম্মার ভাইপো। পারবথাম্মা নিজেও একজন প্রযোজক, ফিল্ম ডিস্ট্রিবিউটর। ‘ভগবান শ্রী কৃষ্ণ পরমাথমা’ দিয়ে সূরজ কুমারের সিনেমার দুনিয়ায় অভিষেক হওয়ার কথা ছিল। কেরিয়ারের শুরুতে এমন ঘটনা ঘটনায় স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছেন অভিনেতার অনুরাগীরা।

[আরও পড়ুন: হোয়াইট হাউসে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মোদিকে স্বাগত, মুম্বইয়ে বসে ‘চিয়ারলিডার’ শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement