সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা পরিচালক করণ জোহর তাঁর ফিল্মি কেরিয়ারে যে কটি ছবি পরিচালনা করেছেন তার মধ্যে বিশেষভাবে হিট ছবি হিসেবে জায়গা করে নিয়েছে বহু আগেই 'কভি খুশি কভি গম।' করণের ছবি মানেই তাতে থাকে এক আলাদা ছোঁয়া। যা দেখে দর্শক কখনও নস্ট্যালজিক হন, কখনও আবার দর্শক নিজেকে খুঁজে পান করণের ছবির পারিবারিক বন্ধনের মাঝে। এবার শোনা যাচ্ছে দর্শকের সেই নস্ট্যালজিয়া উসকে পঁচিশ বছর পর ফের বড়পর্দায় আসছে 'কভি খুশি কভি গম।' খুব তাড়াতাড়িই নাকি আসবে এই ছবির সিক্যুয়েল।
২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের এই ছবি। প্রেম, পরণয়, পরিবার, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক এই সবকিছুকে তিনি যেন এক সুতোয় বেঁধেছিলেন। আজও এই ছবির প্রতিটি দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে দর্শক সমানভাবে নস্ট্যালিজিক হয়ে পড়েন। এবার বোধহয় নস্ট্যালিজিয়া আরও খানিক বেড়ে যাওয়ার সময়। কারণ, কানাঘুষো শোনা যাচ্ছে যে, ইতিমধ্যেই এই ছবির সিক্যুয়েলের কথা ভেবে ফেলেছেন করণ। শুধু তাই নয়, শোনা যাচ্ছে , এই মুহূর্তে নাকি চলছে প্রি-প্রোডাকশনের কাজ। বলা হচ্ছে, এই ছবি নাকি হতে চলেছে করণের পরিচালক হিসেবে সবথেকে বড় ছবি।
শোনা যাচ্ছে, আগের মতোই এই ছবিতে থাকবে পরিবারকেন্দ্রিক গল্প। এককথায় বলা যায় নতুন 'ফ্যামিলি ড্রামা' তৈরি করছেন করণ। কাস্টিং নিয়েও নাকি চলছে জোর আলোচনা। গুঞ্জন ছবিতে নাকি থাকবেন দু'জন নায়ক-নায়িকা। এই চরিত্রে কারা থাকবেন তা নির্ধারিত হবে নাকি খুব তাড়াতাড়ি। তবে ছবির নাম একই থাকবে না তা বদলাবে সেই নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন করণ।তাঁর নতুন ছবির গুঞ্জনে কোনওরকম কিছু খোলসা করেননি তিনি। তবে 'কভি খুশি কভি গম' মুক্তি পেলে তা যে দর্শককে নস্ট্যালজিয়ায় ভাসাবে তা বলাই বাহুল্য। এর আগে ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, করিনা কাপুর ও হৃতিক রোশন। এবারও এই মুখেই ভরসা রাখছেন করণ নাকি তাতে বদল আনছেন তা জানতে থাকতে হবে ধৈর্য ধরে।
