সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদান সারলেন বলি অভিনেত্রী কৃতী স্যাননের বোন নূপুর স্যানন। দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেনের সঙ্গে বিদেশের বুকে আংটি বদল সারলেন মডেল-অভিনেত্রী নূপুর। ২০২৩ সাল থেকে স্টেবিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন নূপুর। এবার পরিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক। শোনা যাচ্ছে, বাগদান সারার পর জানুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন নূপুর।
বলে রাখা ভালো এদিন আংটি বদলের পর জীবনের বিশেষ দিনের নানা ঝলক সোশাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে প্রেমিক স্টেবিন তাঁকে প্রমোদতরীতে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। নূপুর ও স্টেবিনের এই ভালোবাসায় মোড়া ছবিতে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। তবে এখানেই শেষ নয়, নেটিজেনদের চোখ আটকেছে নূপুরের হাতের আংটিতে। যার দাম নাকি আনুমাণিক ৭ কোটি ২৫ লক্ষ টাকা। শোনা যাচ্ছে, ১১ জানুয়ারি রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসবে নূপুর ও স্টেবিনের বিয়ের আসর। পরিবার, আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠদের নিয়ে বসবে এই বিয়ের আসর। বিয়ের পর ১৩ জানুইয়ারি মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা।
সেইভাবে পরিচিতি না পেলেও দিদি কৃতীর মতোই বিনোদুনিয়ায় প্রথমে নিজের পায়ের তোলার মাতি শক্ত করতে চেয়েছিলেন নূপুর। ২০১৯ সালে জনপ্রিয় মিউজিক ভিডিও 'ফিলহাল'-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল নূপুরকে। ২০২৩ সালে কুণাল খেমুর বিপরীতে প্রথম অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে নূপুরের। কিন্তু অভিনয়ে সেভাবে সাফল্য পাননি তিনি। তবে নিজের ফ্যাশন ব্র্যান্ড 'ফ্যাশন নব'-এর হাত ধরে নূপুর অন্যভাবে নিজের পরিচিতি তৈরি করেছে। ওয়েস্টার্ন থেকে এথনিক পোশাকের সম্ভারে নিজের ব্র্যান্ডকে সকলের কাছে পরিচিত করেছেন নূপুর।
