shono
Advertisement
Laapataa Ladies

অস্কার থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিজ', বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না ‘গাঁয়ের বধূ’দের গল্প

সেরা পনেরোর তালিকায় জায়গা করে নিতে পারল না আমির-কিরণের ছবি।
Published By: Suparna MajumderPosted: 08:55 AM Dec 18, 2024Updated: 04:59 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না ভারতের ‘গাঁয়ের বধূ’দের কথা। অস্কার থেকে ছিটকে গেল আমির খান ও কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ।' সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তাতে ভারতের তরফ থেকে পাঠানো এই ছবি জায়গা করে নিতে পারেনি। এতেই হতাশ অনুরাগীরা।

Advertisement

গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'লাপাতা লেডিজ' জায়গা করে নিতে পারল না।

প্রসঙ্গত, এর আগে ‘লগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগোরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি। কিন্তু সেবছর এই পুরস্কার পায় ‘নো ম্যান’স ল্যান্ড’। ‘লগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাতা লেডিজ’ তাঁর পরিচালনায় তৈরি এবং ছবির প্রযোজনাতেও তিনি অংশীদার। ছবির জন্য আমেরিকায় গিয়ে প্রচারও করেছিলেন কিরণ-আমির। কিন্তু তাতে লাভ বিশেষ হল না।

তবে ভারতীয়দের আশা এখনও রয়েছে। অস্কারের দৌড়ে রয়েছে গুণীত মঙ্গার লাইভ অ্যাকশন শর্ট 'অনুজা'। আর সেরা ১৫ আন্তর্জাতিক ছবির তালিকায় এখনও লড়াই করছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির ছবি সন্তোষ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী। এবারে সেরা ১৫ ছবিগুলোকে অস্কারের জ্যুরি সদস্যদের দেখানো হবে। তারপর ভোটাভুটির মাধ্যমে বাছা হবে চূড়ান্ত মনোনয়নের তালিকা। উল্লেখ্য, ভারতের তরফ থেকে যখন 'লাপাতা লেডিজ'কে অস্কারে পাঠানো হয় তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না ভারতের ‘গাঁয়ের বধূ’দের কথা।
  • অস্কার থেকে ছিটকে গেল আমির খান ও কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ।'
Advertisement