shono
Advertisement
Malaika Arora

জিভ দেখিয়ে 'অশালীন ইশারা', হানি সিংয়ের সঙ্গে মালাইকার নাচ দেখে বিতর্কের ঝড়

'অশালীন নাচ' দেখে মালাইকার 'মাতৃত্ব' নিয়েও প্রশ্ন তুলে কটাক্ষ নেটপাড়ার!
Published By: Sandipta BhanjaPosted: 10:42 AM Nov 08, 2025Updated: 10:44 AM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে মালাইকা অরোরা। হানি সিংয়ের মিউজিক ভিডিওয় 'ছাঁইয়া ছাঁইয়া গার্ল'-এর নাচের ভঙ্গি দেখে ক্ষিপ্ত নেটদুনিয়া। প্রশ্ন উঠেছে, মালাইকার 'মাতৃত্ব' নিয়েও! কী এম রয়েছে সেই গানের ভিডিওয়, যা দেখে নেটভুবনে বিতর্কের ঝড়?

Advertisement

শনিবার মুক্তি পেতে চলেছে ইয়ো ইয়ো হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও 'চিলগাম'। তার প্রাক্কালে শুক্রবার প্রকাশ্যে এসেছে পয়লা ঝলক। আর সেখানেই জিভ করে বের করে মালাইকার নাচের ভঙ্গি দেখে 'অশালীন' তকমা দিল নেটপাড়ার বাসিন্দারা। ভিডিওর পয়লা ঝলকে দেখা যায়, হানি সিংয়ের পাশে মুখে 'ললিপপ' দিয়ে নাচছেন অভিনেত্রী। কখনও বা আবার তীক্ষ্ণ চাহনিতে ঘায়েল করছেন অনুরাগীদের। আর মালাইকার যৌনআবেদনের এহেন 'মারণবাণে' একদিকে যখন অনুরাগীদের রাতের ঘুম উড়েছে, তখন একাংশ আবার গেল গেল রব তুলেছেন। নিন্দুকদের মন্তব্য, নিতম্ব দুলিয়ে এ কেমন নাচ! কারও বা কটাক্ষ, ভারতীয় সংস্কৃতিকে উচ্ছন্নে পাঠালেন তো! কেউ বা আপত্তি তুললেন মালাইকার জিভ বের করা 'অঙ্গভঙ্গি' নিয়ে। এককথায় 'থামা'র আইটেম গানে 'বিষকন্যা'রূপে ঝড় তোলার পর এবার হানি সিংয়ের মিউজিক ভিডিওর জন্য নেটদুনিয়ার আতসকাচে মালাইকা অরোরা। একাংশ তো আবার এই গান বয়কটের দাবিও তুললেন সরাসরি।

উল্লেখ্য অনেকেই হয়তো জানেন না, হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিওয় 'টোয়ার্কিং' স্টাইলে নেচেছেন মালাইকা। যে নাচের ভঙ্গিতে নিতম্বের বিশেষ ভূমিকা থাকে। মালাইকাও সেটাই অনুসরণ করেছেন। কিন্তু পঞ্চাশ পেরনো নায়িকার এহেন নাচ মনে ধরেনি নেটবাসিন্দাদের একাংশের। তাঁদের মতে, মোটেই এই নাচের ধরণ রপ্ত করতে পারেননি তিনি। অতঃপর অভিনেত্রীকে নিয়ে নানা কটূক্তি করতেও পিছপা হলেন না নিন্দুকরা। কেউ বা আবার মালাইকাকে মনে করিয়ে দিলেন, 'আপনি না একজন মা!'

আরবাজ খানের সঙ্গে দু’দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমে ভাঙন। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। যেখানে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ একাই একশো। ঝড়-ঝাপটা সামলে অনেকটাই থিতু হয়েছেন। এদিকে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য ‘মুন্নি’! তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটপাড়ার আতসকাচে থাকে প্রতিনিয়ত। যার জেরে একাধিকবার ‘বদনামের ভাগী’ হতে হয়েছে অভিনেত্রীকে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিতর্কে মালাইকা অরোরা।
  • হানি সিংয়ের মিউজিক ভিডিওয় 'ছাঁইয়া ছাঁইয়া গার্ল'-এর নাচের ভঙ্গি দেখে ক্ষিপ্ত নেটদুনিয়া।
  • প্রশ্ন উঠেছে, মালাইকার 'মাতৃত্ব' নিয়েও! কী এম রয়েছে সেই গানের ভিডিওয়, যা দেখে নেটভুবনে বিতর্কের ঝড়?
Advertisement