shono
Advertisement
Deepika Padukone

ভিড়ের চাপে চিঁড়ে চ্যাপ্টা হবু মা দীপিকা! ভিডিও দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা

সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল।
Published By: Akash MisraPosted: 01:28 PM Jun 01, 2024Updated: 01:28 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড। কোথাও গিয়েও যেন শান্তি নেই হবু মা দীপিকার। ভেবেছিলেন পরিবারের সঙ্গে ডিনারে বেরিয়ে একটা ভালো সময় কাটাবেন, সেখানে হুট করে হাজির পাপারাজ্জি ও অনুরাগীরা! আর দীপিকাকে দেখেই রীতিমতো তাঁর উপর ঝাঁপিয়ে পড়লেন জনতা। একেবারে ভুলে গেলেন দীপিকা অন্তঃসত্ত্বা। অনেক কষ্টে ভিড় সামলে গাড়িতে উঠে বসেন দীপিকা। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন। অনেকের মতে, উৎসাহী জনতাদের এটা মনে রাখা উচিত ছিল, মা হতে চলেছেন।

Advertisement


দীপিকা পাড়ুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন? ‘লেডি সিংহম’-এর শুটিং থেকে ছবি ফাঁস হওয়ার পরই প্রশ্ন উঠেছিল! তবে পঞ্চম দফার ভোটগ্রহণের দিনই জবাব মিলেছে। ভোট দিতে আসা অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। তবে নিন্দুকরা আবার একধাপ এগিয়ে দীপিকার প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন! শুধু তাই নয়, নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের তো আবার এও কটুক্তি যে, ওসব বেবি বাম্প কিছুই নয়.. সব নাটক। আবার কারও মন্তব্য, ‘নকল স্ফিতোদর’। অভিনেত্রীর চেহারা নিয়েও কুকথা বলতে ছাড়েন অনেকে। নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন দীপিকা পাড়ুকোন।

[আরও পড়ুন: ‘হিমাচলে মোদি ঝড়, জিতব’, ভোট দিয়ে বেরিয়েই আত্মবিশ্বাসী ‘গেরুয়া’ কঙ্গনা]

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা। বিয়ের এতদিন বাদে মা হতে চলেছেন দীপিকা। স্ত্রীকে আগলে আগলে রাখছেন রণবীর।

[আরও পড়ুন: ব্যালটের লড়াইয়ে থমকে হেঁশেলের চাকা, পরিচারিকাহীন ভোটের কলকাতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়।
  • উৎসাহী জনতাদের এটা মনে রাখা উচিত ছিল, দীপিকা অন্তঃসত্ত্বা।
Advertisement