shono
Advertisement
Sudha Chandran

ভক্তিবেগ নাকি হিস্টিরিয়া! সুধা চন্দ্রনের ভাইরাল ভিডিও নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া

ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?
Published By: Arani BhattacharyaPosted: 02:27 PM Jan 04, 2026Updated: 06:02 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে চোখ আটকায় নেটপাড়ায়। প্রবীণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুধা চন্দ্রনকে (Sudha Chandran) সেই ভিডিওতে দেখেই মূলত চমকে যায় সকলে। সেখানে দেখা যায় ভজন শুনতে শুনতে হঠাৎই অদ্ভুত আচরণ করছেন তিনি। যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে, ঠিক কী হল তাঁর যে এমন আচরণ? ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?

Advertisement

নেটপাড়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভজন চলাকালীন হঠাৎ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন সুধা। তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ। তাঁরা সুধাকে সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হচ্ছে না। কখনও কাউকে হাতে কামড়ে দিচ্ছেন তিনি, তো কখনও আবার কেঁদে, লাফিয়ে লুটিয়ে পড়ছেন তিনি। ওই অবস্থায় সুধার মাথায় হাত বুলিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। এর মধ্যেই দেখা যায় মা কালীরূপে একজনকে, যা দেখে বহুরূপী বলেই ঠাহর হয়। ভিডিওতে দেখা যাচ্ছে লাল সাদা শাড়িতে সেজেছেন সুধা। গায়ে পরেছেন সোনার গয়না। মাথায় বাঁধা লাল রঙের ঈশ্বরের নামাঙ্কিত শিরোবস্ত্র (ফেট্টি)।

 

ভাইরাল এই ভিডিও দেখে নানা মতামত নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ প্রশ্ন তুলছেন ঠিক কী হয়েছে সুধার? কেউ আবার বলছেন 'ভজন শুনতে শুনতে ভক্তির সাগরে ভেসে গিয়েছেন সুধা। তাই এরকম হচ্ছে তাঁর।' আবার কোনও কোনও নেটিজেন বলেছেন, 'এসব কোনও ভাবাবেগ নয়। উনি অসুস্থ। এটা হিস্টিরিয়া রোগের লক্ষণ। চিকিৎসা প্রয়োজন। যদিও ভাইরাল এই ভিডিও নিয়ে কোনওরকম মুখ খোলেননি সুধা চন্দ্রন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেটপাড়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভজন চলাকালীন হঠাৎ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন সুধা।
  • তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ। তাঁরা সুধাকে সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হচ্ছে না।
  • কখনও কাউকে হাতে কামড়ে দিচ্ছেন তিনি, তো কখনও আবার কেঁদে, লাফিয়ে লুটিয়ে পড়ছেন তিনি।
Advertisement