shono
Advertisement
Raktabeej 2

'...অ্যান্ড অ্যাকশন', টালিগঞ্জে শুরু 'রক্তবীজ ২'-এর শুটিং, পুজোয় বড়পর্দা কাঁপাবে মিমি-আবির

দক্ষিণ কলকাতায় 'রক্তবীজ ২'-এর শুটিং শুরু করলেন 'হিটমেকার' নন্দিতা-শিবপ্রসাদ।
Published By: Sandipta BhanjaPosted: 01:02 PM Mar 11, 2025Updated: 01:27 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল 'রক্তবীজ'। এবার পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করলেন নন্দিতা রায়(Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে নিয়ে 'রক্তবীজ ২'-এর (Raktabeej 2) শুটিং শুরু করলেন টলিপাড়ার 'হিটমেকার' পরিচালকদ্বয়।

Advertisement

জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছিল 'রক্তবীজ ২' (Raktabeej 2)-এর মোশন পোস্টার। জানা গিয়েছে, এই সিনেমার কাস্টিংয়ে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। মিমি-আবিরের পাশাপাশি দেখা যাবে নুসরত জাহানকেও। কেবল নুসরতই নন, ছবিটিতে অভিনয় করার কথা বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়েরও। স্বাভাবিকভাবেই এহেন ডাকসাইটে কাস্টিং ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। মঙ্গলবার সেই অশ্বমেধ যজ্ঞের পয়লা দিন। দক্ষিণ কলকাতার রাণিকুঠী এলাকার এক বাড়িতে সকাল থেকেই তোড়জোড়। নন্দিতা-শিবপ্রসাদের সেটে হাজির আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পাশাপাশি কাঞ্চন মল্লিক, রাজীব বসু, দেবপ্রিয় মুখোপাধ্যায়রা। এঁদের উপস্থিতিতেই 'রক্তবীজ ২'-এর শুটিং শুরু হল।

প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। জানা গেল, সেই ধারাবাহিকতা বজায় রেকেই তৈরি হচ্ছে 'রক্তবীজ ২'। খাগড়াগড় বিস্ফোরণের নেপথ্যে উঠে এসেছিল একাধিক তথ্য। সেগুলো নিয়েই সাজানো হয়েছে সিক্যুয়েলের প্লট। অঙ্কুশকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার 'রক্তবীজ' একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে 'পুলু' ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার 'হিট মেশিন' পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার দক্ষিণ কলকাতায় আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে নিয়ে 'রক্তবীজ ২'-এর শুটিং শুরু করলেন টলিপাড়ার 'হিটমেকার' পরিচালকদ্বয়।
  • দক্ষিণ কলকাতার রাণিকুঠী এলাকার এক বাড়িতে সকাল থেকেই তোড়জোড়।
  • নন্দিতা-শিবপ্রসাদের সেটে হাজির আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি কাঞ্চন মল্লিক, রাজীব বসু, দেবপ্রিয় মুখোপাধ্যায়রা।
Advertisement