shono
Advertisement
Shilpa Shetty Raj Kundra

৬০ কোটি জালিয়াতির পাপস্খলন করতেই বৃন্দাবন পদযাত্রায় শিল্পা! স্ত্রীর অপমানে গর্জন রাজ কুন্দ্রার

কী বললেন রাজ কুন্দ্রা?
Published By: Sandipta BhanjaPosted: 08:18 PM Nov 20, 2025Updated: 08:18 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা। তারকাদম্পতির বিরুদ্ধে লুক নোটিস জারি হওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে তাঁদের বিদেশ ট্যুরও। এককথায় রাজ-শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! এমন আবহে ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আয়োজিত বৃন্দাবন পদযাত্রায় যোগ দিয়ে কটাক্ষের শিকার শিল্পা শেট্টি। নিন্দুক, সমালোচকদের তোপ, 'ষাট কোটির আর্থিক জালিয়াতির পাপস্খলন করতেই ধর্মে মতি হয়েছে শিল্পার। তাই সম্ভবত, বৃন্দাবন পদযাত্রায় যোগ দিয়ে ভাবমূর্তি পরিষ্কার করতে চাইছেন অভিনেত্রী।' যদিও স্ত্রীর অপমান হজম করতে পারেননি রাজ কুন্দ্রা। অতঃপর মুখ খুলে ফের চর্চায় শিল্পার স্বামী।

Advertisement

প্রসঙ্গত, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বৃন্দাবন পদযাত্রায় রাজপাল যাদব, একতা কাপুর, ক্রিকেটার শিখর ধাওয়ান-এর পাশাপাশি শিল্পা শেট্টিও যোগ দিয়েছিলেন। আর তারকাখচিত সেই ছবি শেয়ার করেই জনৈক নেটিজেন দাবি করেন, 'এঁদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। তাই আইনি জটিলতার মাঝে পাপ ধুতেই এই তারকারা পদযাত্রায় যোগ দিয়েছেন।' যদিও এই পোস্টের মূল নিশানায় যে শিল্পা শেট্টি, তা বুঝতে বাকি থাকেনি কারও। দাবানল গতিতে ভাইরাল হয় ওই পোস্ট। নজর এড়ায়নি রাজ কুন্দ্রার। পালটা ওই নিন্দুককে তোপ দেগে শিল্পার স্বামী বলেন, "ধোঁয়াশার অন্ধকারে থাকা লোকজন সাধারণত বেশিই চেঁচায়। কিছু মানুষ বিশ্বাসেই শান্তির খোঁজ পায়। কেউ বা আবার ট্রোল করে শান্তি পায়। সনাতন ধর্মের পাশে থাকা, আধ্যাত্মিক বিশ্বাস থাকা এবং ধর্মের পথে চলা নিয়ে যদি আপনাদের এতই আপত্তি থাকে, তাহলে বুঝতে হবে সমস্যাটা আমাদের কারও না, সমস্যাটা আপনার তিক্ত মানসিকতায়।"

এখানেই অবশ্য থামেননি রাজ কুন্দ্রা। তাঁর সংযোজন, "আইন আইনের পথে হাঁটবে। সত্যিটা প্রকাশ্যে আসবেই। ভালো থাকবেন।" প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসেই বলিউডের হাইপ্রোফাইল তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলাতেই দিন কয়েক আগে বম্বে হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তারকাদম্পতিকে। আদালতের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়, "আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আয়োজিত বৃন্দাবন পদযাত্রায় যোগ দিয়ে কটাক্ষের শিকার শিল্পা শেট্টি।
  • নিন্দুক, সমালোচকদের তোপ, 'ষাট কোটির আর্থিক জালিয়াতির পাপস্খলন করতেই ধর্মে মতি হয়েছে শিল্পার।
  • স্ত্রীর অপমানে মুখ খুলে ফের চর্চায় শিল্পার স্বামী।
Advertisement