shono
Advertisement
Web Series

প্রেমের পথে অন্তরায় ধর্ম! মহাসংকটে সত্যম-রোশনি

ধর্ম নাকি ভালোবাসা- কার পাল্লা ভারী?
Published By: Arani BhattacharyaPosted: 07:19 PM May 21, 2025Updated: 07:46 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালোবাসা নাকি ধর্ম? এই নিয়ে 'ধর্ম সংকট' হোক বা না হোক তা যে উভয়সংকট সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এবার সেই নিয়েই ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন সিরিজ 'ধর্ম সংকট'। প্রকাশ্যে সিরিজের ট্রেলার। ধর্ম নাকি ভালোবাসা- কার পাল্লা ভারী হবে সেই নিয়েই নানা প্রশ্ন তুলেছে সিরিজের ট্রেলার। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য ও রোশনি ভট্টাচার্য। পরিচালনায় ভিক ও শাহিন আখতার।

Advertisement

রোশনি ভট্টাচার্য ও সত্যম ভট্টাচার্য

এই সিরিজের ট্রেলারের ঝলকে দেখা যাচ্ছে একেবারে ছাপোষা এক চাকরিজীবীর চরিত্রে সত্যমকে। অন্যদিকে এক্কেবারে গ্ল্যাম লুক রোশনির। ট্রেলারের কিছু ঝলকে বোঝা যাচ্ছে রোশনি অর্থাৎ সিরিজের মৌ একজন হ্যাপি গো লাকি গার্ল। অফিসে তাদের দু'জনের দেখা। একে অপরকে মনে মনে পছন্দ করলেও তা মুখ ফুটে কেউ কাউকে জানিয়ে উঠতে পারেনি। মৌ-কে নিজের মনের কথা জানানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে শত সহস্রবার চেষ্টা করেও মনের কথা সঠিকভাবে বলে উঠতে পারে না শৌভিক অর্থাৎ সত্যম। এদিকে শৌভিকের বাড়িতে তার মা ছেলের জন্য পাত্রী দেখতে শুরু করছে। একের পর এক মেয়ে দেখলেও কোনও ফল হয় না কারণ মৌয়েই যে মজেছে শৌভিক।

ওয়েব সিরিজে মৌ ও শৌভিক

ধীরে ধীরে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কাছাকাছি আসে মৌ ও শৌভিক। দু'জনের মন দেওয়া নেওয়া হয়। তবে বাদ সাধে তাদের ধর্ম। মৌ ও শৌভিকের কাছে তাদের ভালোবাসা প্রাধান্য পেলেও তাদের পরিবারের কাছে প্রাধান্য পায় হিন্দু ও মুসলিম। আর সেখান থেকেই শুরু হয় নানা সমস্যা। একদিকে কট্টর হিন্দু পরিবারে শৌভিকের মা অন্যদিকে মুসলিম পরিবারে মৌয়ের বাবার নানা মতামত তাঁদের জীবনকে দুর্বিষহ করে তোলে। ট্রেলারে কয়েক ঝলকে দেখে বোঝাই যায় কাছে আসার সমস্ত কারণ থাকা সত্বেও তাঁরা দুজন শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে দূরে সরে যাচ্ছে। সিরিজে ফুটে উঠেছে দুই ধর্মের নানা সংস্কৃতি ও নিয়মাবলী। এই সিরিজের হাত ধরেই ফের জুটি বাঁধতে চলেছেন সত্যম ভট্টাচার্য ও রোশনি ভট্টাচার্য। এর আগে তাঁদের দেখা গিয়েছিল 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' ছবিতে জুটি বাঁধতে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন সিরিজ 'ধর্ম সংকট'। প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।
  • ধর্ম নাকি ভালোবাসা কার পাল্লা ভারি হবে সেই নিয়েই নানা প্রশ্ন।
  • প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য ও রোশনি ভট্টাচার্য।
Advertisement