সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ অভিনেত্রী ও প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। তবে জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন নীলাঞ্জনা।
কী হয়েছে তাঁর?
জানা গিয়েছে, ডিহাইড্রেশনে ভুগছেন নীলাঞ্জনা। শরীর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে ছবিও পোস্ট করেন নীলাঞ্জনা। ছবির ক্যাপশনে লেখেন, ''ভেঙে পড়েছি...তবুও সুন্দর।''
[আরও পড়ুন: আম্বানিদের জলসায় ‘গোল্ডেন গার্ল’ রুক্মিণী, কলকাতায় দেব, কীসে ব্যস্ত জানেন?]
রুপোলি পর্দা থেকে নিজেকে বহুদিন ধরেই দূরে রেখেছেন নীলাঞ্জনা। তবে সম্প্রতি প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। যিশু-নীলাঞ্জনা প্রযোজিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ চলছে। যা কিনা টিআরপির চার্টে ভালো জায়গা করে নিয়েছে। জানা গিয়েছে, আপাতত, চিকিৎসকের কড়া নজরে রয়েছেন নীলাঞ্জনা। খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
