shono
Advertisement

OMG! রজনী নয়, ‘২.০’-এর নায়ক হওয়ার কথা ছিল আমিরের!

রজনীর অনুরোধেও কেন সাড়া দিলেন না মিঃ পারফেকশনিস্ট? The post OMG! রজনী নয়, ‘২.০’-এর নায়ক হওয়ার কথা ছিল আমিরের! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Oct 20, 2017Updated: 05:14 PM Sep 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের খানদানে একমাত্র পারফেকশনিস্ট তিনি। এমন এক খান, যাঁর নামের জোরে শুধু প্রেক্ষাগৃহে দর্শক যান না। যান পর্দায় একটি ভাল কাহিনি দেখতে পাওয়ার বিশ্বাসেও।এই বিশ্বাসের উপর ভর করেই ‘বাহুবলী’র মতো সিনেমাকে টক্কর দিতে পারে একমাত্র আমির খানের ‘দঙ্গল’ই। শাহরুখ, সলমন যেখানে নাম রক্ষার লড়াইয়ে ব্যস্ত, তিনি একের পর এক হিট দিয়ে চলেছেন বলিউডকে। তাই এখন তাঁর উপরেই আস্থা রাখছেন প্রযোজক-পরিচালকরা। এই আস্থাই রেখেছিলেন পরিচালক এস শংকর। রজনীকান্ত নয় নিজের ড্রিম প্রজেক্ট ‘২.০’-এর মুখ্য চরিত্রে অভিনয়ের অফার তিনি দিয়েছিলেন আমিরকে। শুনিয়েছিলেন চিত্রনাট্যও। এমনকী তালাইভা নিজেও ফোন করে ‘চিট্টি’র চরিত্রটি করতে অনুরোধ করেন। কিন্তু সে অফার ফিরিয়ে দেন আমির। জানিয়ে দেন এ চরিত্র তাঁর পক্ষে করা সম্ভব নয়।

Advertisement

[শাহরুখের সাক্ষাৎ চান, শেষ ইচ্ছে ক্যানসার আক্রান্ত প্রৌঢ়ার]

আমিরের অভিনয়ের ধার অতি বড় নিন্দুকও মেনে নেবেন। তাহলে এই নিশ্চিত ব্লকব্লাস্টারের অফার ফিরিয়ে দিলেন কেন? আসলে রজনীকে সম্মান জানিয়েই এই কাজ করেছেন আমির। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, চিত্রনাট্য শুনে যখন তিনি চোখ বন্ধ করে চরিত্রের কথা ভাবছিলেন তাঁর চোখের সামনে কেবল রজনীর চেহারাই আসছিল। তখনই তিনি বুঝে যান এ চরিত্র তালাইভা ছাড়া অন্য কেউ করতে পারবেন না। শংকরকে তখনই না বলে দেন। অগত্যা শংকর নিজের একমাত্র ভরসার প্রতি ফিরে যান।

[দীপিকার অভিযোগে স্মৃতির হস্তক্ষেপ, ‘পদ্মাবতী’ রঙ্গোলি তছনছে গ্রেপ্তার ৫]

তবে সে সব এখন অতীত। আমির এখন ‘সিক্রেট সুপারস্টার’। আবার ‘ঠাগস অফ হিন্দোস্তান’ নিয়ে ব্যস্ত। রজনীর ‘২.০’-এর ফার্স্টলুক ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। দর্শকদের চমকে দিয়ে প্রকাশিত হয়েছে অক্ষয় কুমারের লুকও। ছবির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। এখন চলছে শেষ মুহূর্তের শুটিংয়ের কাজ।

[জিএসটি-র সমালোচনা, বিজেপির রোষে দক্ষিণী সুপারস্টার বিজয়ের সিনেমা]

The post OMG! রজনী নয়, ‘২.০’-এর নায়ক হওয়ার কথা ছিল আমিরের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement