shono
Advertisement
Panchayat 4

আসছে ‘পঞ্চায়েত ৪’, মুক্তি পেল ফার্স্ট লুক টিজার! দেখা মিলল ভোটমুখী ফুলেরার

ফুলেরায় এবার ভোটের হাওয়া।
Published By: Biswadip DeyPosted: 01:37 PM May 04, 2025Updated: 01:37 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন-তিনটে সিজনের ব্যাপক সাফল্যের পর এবার আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’। গত পাঁচ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে চলেছে এই সিরিজ। হাস্যরসের এক অনবদ্য মেলবন্ধন এই সিরিজকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। প্রাইম ভিডিও আগেই চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। এবার মুক্তি পেল সিরিজের ফার্স্ট লুক টিজার।

Advertisement

মুম্বইয়ে ওয়েভস সামিটে মুক্তি পেয়েছে টিজারটি। আর সেখানে দেখা যাচ্ছে ভোটমুখী ফুলেরাকে। প্রধানজি, ভূষণ, মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী- প্রার্থীদের মধ্যে চলছে জোর টক্কর। প্রাইম ভিডিওর ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা হয়েছে টিজারটি। লেখা হয়েছে 'ফুলেরায় নির্বাচনের উত্তাপ শুরু হতে চলেছে।' ২ জুলাই মুক্তি পাবে সিরিজটি। স্বাভাবিক ভাবেই টিজারটি মুক্তি পেতেই চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। যাঁরা 'পঞ্চায়েত'কে ভালোবাসেন, তাঁদের অপেক্ষা অধীর হয়ে উঠছে।

আমাজন প্রাইমের পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হল, গোটা একটি কাহিনির মধ্যেও নানা ছোট ছোট গল্প থাকে। আর তাতেই গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে।আশা করা যায় এবারও তার ব্যতিক্রম হবে না। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এবার চতুর্থ সিজনেও কি তার প্রতিফলন ঘটবে? এবার তারই অপেক্ষা। জিতেন্দ্র কুমার ছাড়া এবারের সিরিজে কাদের দেখা যাবে মুখ্য ভূমিকায়? দীপক কুমার মিশ্রর পরিচালনায় সিজন ৪-এ আবার দেখা যাবে নীনা গুপ্তা, রঘুবীর যাদবকে। সঙ্গে থাকছেন সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমার প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন-তিনটে সিজনের ব্যাপক সাফল্যের পর এবার আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’। গত পাঁচ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে চলেছে এই সিরিজ।
  • হাস্যরসের এক অনবদ্য মেলবন্ধন এই সিরিজকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।
  • প্রাইম ভিডিও আগেই চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। এবার মুক্তি পেল সিরিজের ফার্স্ট লুক টিজার।
Advertisement