সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্কটা মোটেই সুখকর নয়। ছবি শিকারিরা তাঁর ছবি তুলতে এলেই বচ্চনঘরনি রেগেমেগে অস্থিত হয়ে যান। এই ঘটনা প্রায় সকলের জানা। ক্যামেরার ফ্ল্যাশ তাঁকে তাক করে ঝলসে উঠলেই জয়া যেন একপ্রকার তেলেবেগুনে জ্বলে ওঠেন। আর সেই তিক্ততা থেকেই মাসখানেক আগে পাপারাজ্জিদের প্রতি বেজায় চটেন জয়া। 'অশিক্ষিত', 'রুচিবোধহীন' বলে পারাজ্জিদের কটাক্ষ করেন। যা নিয়ে তুমুল সমালোচিত হন জয়া। বহু তারকাই তাঁর এই মন্তব্য নিয়ে পালটা জানিয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন জনপ্রিয় পাপারাজ্জি বারিন্দর চাওলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি।
বারিন্দর এই নিয়ে বলেন, "জয়া জি একজন বর্ষীয়ান অভিনেত্রী এবং একজন প্রবীণ মানুষ। তিনি যেভাবে আমার সতীর্থদের আক্রমণাত্মক ভাষায় সম্বোধন করেছেন তা সত্যিই দুঃখজনক। এটা তাঁর কাছ থেকে আশা করা যায় না। এই ঘটনায় আমরা ভীষণই কষ্ট পেয়েছি। কোনও বিষয় অপছন্দ হলে তা বোঝাবার জন্য অনেকরকম উপায় আছে। কথা বলার ক্ষেত্রেও একটু পরিমিতভাব আনা দরকার। কিন্তু এভাবে কথা বলা যায় না কারও সঙ্গে। এর আগে আলিয়া-রণবীর, দীপিকা-রণবীর, বিরাট-অনুষ্কা আমাদের অনুরোধ করেছেন তাঁদের সন্তানদের ছবি না তোলার জন্য। আমরা তাঁদের সম্মান জানিয়েই কখনও সেই ছবি ক্যামেরাবন্দি করিনি। সেভাবেই উনি বলতে পারতেন। এরকমভাবে কাউকে কটাক্ষ করা যায় না তা ঠিকও নয়।"
বারিন্দর আরও বলেন, "আমাদের ফটোগ্রাফারদের মধ্যে এই আলচনাও এরপর হয়েছে যে, যদি সত্যিই জয়া জি ক্যামেরাবন্দি হতে না চান তাহলে তাঁকে সম্মান জানিয়েই তাঁর ছবি তোলা আমরা সকলে বন্ধ করে দেব। এটা ঠিক বয়কট না। কিন্তু আমরা এই পথেই হাতার সিদ্ধান্ত নিচ্ছিলাম। আর তা ছাড়া ইন্ডাস্ট্রির যে কোনও অনুষ্ঠানে দু'টি রাস্তা থাকে প্রবেশের জন্য। একটা রেড কার্পেটের আর একটি হল ভেন্যুর পিছনের দরজা। কেউ রেড কার্পেটে তাঁর ছবি উঠুক না চাইলে পিছনের দরজা দিয়ে আসুল। আয়োজকরা তা অবশ্যই ব্যবস্থা করে দেবেন। কিন্তু রেড কার্পেট দিয়ে হেঁটে যাবেন অথচ তাঁর ছবি তোলা যাবে না বা তুললে তা নিয়ে যদি এমন বিতর্কিত বিষয় তৈরি হয় তাহলে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি জানি না কেন জয়া জি সবসময় এমন করেন।" বলে রাখা ভালো, গত ডিসেম্বরে একটি অনুষ্ঠানে জয়ার ছবি তোলার জন্য আচমকাই পাপারাজ্জিদের উপর ক্ষুব্ধ হন জয়া। তিনি বলেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? ওদের কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছে?” জয়ার এই মন্তব্য ভাইরাল হতেই তোলপাড় হয় নেটভুবন। তার রেশ এখনও কাটেনি।
