সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ‘পুষ্পা ২’র পাহাড়প্রমাণ সাফল্য, অন্যদিকে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে থানা, পুলিশ, ভাঙচুর, রাজনৈতিক নেতাদের রোষানল। কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি পর্যন্ত ছেড়ে কথা বলেননি। কেন কংগ্রেসের নিশানায় দাক্ষিণাত্যের সুপারস্টার? বিজেপি নেতা অমিত মালব্যর অভিযোগ, তেলেঙ্গানার শাসক দল কংগ্রেসের প্রচার করতে রাজি না হওয়ার কারণেই আল্লুর এই বিপত্তি। আর এবার আল্লুর গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন ডেপুটি চিফ মিনিস্টার এবং অভিনেতা পবন কল্যাণ। তাঁর কথায়, ''যেটা ঘটেছে, তা অনেক সহজেই সমাধন হতে পারতে। কিন্তু যেটা হচ্ছে, বা করা হয়েছে, তা সত্যিই উচিত নয়। অত্য়ন্ত দুঃখজনক ঘটনা।''
আল্লুর গ্রেপ্তারির প্রসঙ্গে পবন আরও বলেন, ''পুলিশ যে পদক্ষেপ করেছে, তা একেবারেই আইন মেনে। রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁরা সমস্ত কাজ করেছে। আইন তো সবারই জন্যই সমান। এমনকী, আল্লুরও কোনও দোষ নেই। একজন স্টার কোথাও গেলে, অনুরাগীরা তো ঝাঁপিয়ে পড়বেনই। আর সবচেয়ে বড় ব্যাপার, আল্লু তো প্রথমেই জানতই না এমন ঘটেছে। দুর্ঘটনার দুদিন পরে আল্লুর কানে গিয়ে পৌঁছয়।''
পবনের কথায়, ''আমার মনে আছে, চিরঞ্জিবী ও আমি যখন কোথাও যেতাম, মুখোশ পরে নিতাম। এতে সমস্যা এড়ানো সম্ভব হত।''
৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজ এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।
রেবতীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন আল্লু। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় ১৩ ডিসেম্বর। গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান সুপারস্টার। কিন্তু লালফিতের ফাঁসে সারারাত তাঁকে জেলে কাটাতে হয়।