shono
Advertisement
Poonam Pandey

সেলফি তোলার অছিলায় চুমুর চেষ্টা! অনুরাগীর আচরণে এ কী করলেন পুনম!

ভিডিওটি এখন যেন সোশাল মিডিয়ার হটকেক।
Published By: Sayani SenPosted: 12:35 PM Feb 22, 2025Updated: 12:39 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার সময় অনুরাগীকে চুম্বন কাণ্ডে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। তবে এবার একেবারে অন্যরকম কাণ্ড। অনুরাগীর চুমুর চেষ্টায় যাচ্ছে তাই দশা পুনম পাণ্ডের। এই ঘটনার ভিডিও এখন যেন সোশাল মিডিয়ার হটকেক।

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন পুনমকে ঘিরে ধরেছেন। অনুরাগীদের ভিড়ে ঠাসা একেবারে মডেল-অভিনেত্রী। এক যুবক স্মার্টফোন হাতে তাঁর দিকে এগিয়ে আসেন। সেলফি তোলার আবদার করেন। তা মোটের উপর স্বাভাবিকই। এমন আবদার পুনমের কাছে নতুন নয়! এত দূর পর্যন্ত সব ঠিকই ছিল। তবে ওই অনুরাগী কিছু বুঝে ওঠার আগে পুনমের দিকে মুখ বাড়িয়ে এগিয়ে যান। চুম্বনের চেষ্টা করেন। আচমকা হতবাক হয়ে যান পুনম। কার্যত ছিটকে সরে আসেন। এই ভিডিওটি বর্তমানে সোশাল মিডিয়ার হটকেক। কেউ কেউ অবশ্য দাবি করছেন, পুনম স্রেফ প্রচারের জন্য এসব করেছেন। আবার কারও কারও দাবি, কোনও অনুরাগী আবেগে ভেসে তাঁকে চুমু দিতে যাননি। এসব পূর্ব পরিকল্পিত।

বিতর্ক ব্যাপারটাকে একেবারে জলভাত বানিয়ে ফেলেছিলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। লোকে তাঁর আদব-কায়দা নিয়ে নানা কথা বললেও, পুনমের কাছে তা স্বাধীনচেতা হওয়ার উদাহরণ। তাঁর এই বিন্দাস মেজাজ বহুবার তাঁকে বিপাকে ফেলেছে। এমনকী, গ্রেপ্তারও হতে হয়েছিল পুনম পাণ্ডেকে। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে বিসিসিআইকে চিঠি লিখে ভারত জিতলে নগ্ন হওয়ার প্রস্তাব দেন পুনম। যদিও বিসিসিআই সে প্রস্তাবে রাজি হয়নি। একের পর এক বিস্ফোরক কাণ্ড ঘটিয়েছেন পুনম। করোনা আবহে মুম্বই পুলিশের বারণকে উপেক্ষা করে স্বামী স্যামকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তিনি। করোনাবিধি অমান্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।

শুধু তাই নয়, বিকিনি পরে গোয়ার মৎসজীবীদের সঙ্গে অশ্লীল ছবি তোলার কারণে পুনমের উপর ক্ষেপে গিয়েছিল গোয়ার মহিলা কমিশন। গোয়ার পুলিশের কাছে দায়ের হয়েছিল অভিযোগ। এমনকী, গোয়ায় নিষিদ্ধ করা হয়েছিল পুনমকে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও তুলেছিলেন। আর ২০২৪ সালে জরায়ুর ক্যানসারে নিজের মৃত্যুর ভুয়ো খবর পোস্ট করে বিপাকে পড়েন মডেল অভিনেত্রী। তার পর থেকেই অন্তরালেই ছিলেন পুনম। মহাকুম্ভে পুণ্যস্নান সেরেই ফের বিতর্কে 'দুষ্টু' অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেলফি তোলার অছিলায় চুমুর চেষ্টা!
  • অনুরাগীর চুমুর চেষ্টায় যাচ্ছে তাই দশা পুনম পাণ্ডের।
  • গত ২১ ফেব্রুয়ারির এই ঘটনার ভিডিও এখন যেন সোশাল মিডিয়ার হটকেক।
Advertisement