shono
Advertisement
Pori moni

টাইম মেশিনে মেয়েবেলা! বৃষ্টিতে আম কুড়লেন পরীমণি

কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে পরীর আম কুড়োনের সঙ্গী পোষ্য সারমেয়।
Published By: Arani BhattacharyaPosted: 07:25 PM Jun 08, 2025Updated: 07:25 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে 'মামার বাড়ি ভারি মজা কিল চড় নাই'। পরীমণির ক্ষেত্রে তা কিছুটা বদলে হবে 'মামার বাড়ি'র বদলে 'নানুরবাড়ি'। সেখানেই ইদ কাটিয়েছেন অভিনেত্রী। নানুবাড়ি গিয়ে কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে আম কুড়োতে ছুটলেন পরী। যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেলেন সেই ফেলে আসা মেয়েবেলায়।

Advertisement

সোশাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তাঁর সেই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, ঠিক ছেলেবেলার মতো কতটা আনন্দে মেতেছিলেন পরী। অভিনেত্রীর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের খুদেদের নিয়ে নানুর বাগানে ঢুকেছেন নায়িকা। সেখানে রয়েছে নানা ফলের গাছ। আর তা দেখে লোভ সামলাতে পারেননি পরী। ঝড়ের মধ্যে দৌড়ে দৌড়ে আম, কাঁঠাল, জামরুল কুড়িয়েছেন পরী। ঠোঁটে লেগে চওড়া হাসি। সঙ্গী তাঁর পোষ্য সারমেয়। তখন তিনি যেন এক্কেবারে ঘরের ছোট্ট মেয়েটি।

 

প্রসঙ্গত, আজ কয়েক বছর হয়ে গেল পরীমণির নানু নেই। তিনি পরীর সমস্ত আবদার রাখার মানুষ। ছিলেন অভিভাবক ও তাঁর আশ্রয়স্থলও। নানুকে হারিয়ে পরী কার্যত ভেঙে পড়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সামলে নিয়েছেন নিজেকে।

একসময়ে সম্পর্কের টানাপোড়েনে বহু বিতর্কে নাম জড়িয়েছে পরীর। তবে এখন নিজের জীবনে কাজ আর সন্তানকেই প্রাধান্য দিতে চান। মাঝে মাঝে ছেলে পুণ্যর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। পরী কাজ করেছেন দুই বাংলাতেই। এদেশেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবারের খুদেদের নিয়ে নানুর বাগানে যান নায়িকা।
  • ঝড়ের রাতে আম কুড়োন অভিনেত্রী।
  • সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন তিনি।
Advertisement