shono
Advertisement
Rachana Banerjee Hema Malini

অধিবেশনের অবসরে 'ড্রিম গার্ল' হেমা মালিনীর সঙ্গে সাক্ষাৎ রচনার, তারপর?

সংসদে হেমা-রচনা সাক্ষাৎ, কী কথা হল দুই অভিনেত্রীর?
Published By: Sandipta BhanjaPosted: 09:32 PM Apr 07, 2025Updated: 09:32 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে ভারতীয় বিনোদুনিয়ার মুখেদের ভিড় সংসদে। অভিনয়ের পাশাপাশি অনেকেই রাজনৈতিক দায়িত্ব পালন করছেন সমানতালে। বাংলাতেও এমন তারকার সংখ্যা নেহাত মন্দ নয়। শুটিংয়ের কাজ সামলে রাজনীতির মাঠেও তাঁদের 'রাজসূয় যজ্ঞ' হিট! স্বাভাবিকভাবে সংসদে তারকাদের একে-অপরের সঙ্গে দেখা হওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, সাক্ষাতে কিন্তু সকলেই হাসিমুখে খোশগল্প করেন। এবার লোকসভার অষ্টাদশ অধিবেশনের অবসরে হেমা মালিনীর সঙ্গে দেখা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

লোকসভার অষ্টাদশ অধিবেশনে যোগ দিতেই এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার রাজনীতির ময়দানে এলেও হাবেভাবে 'দিদি নম্বর ওয়ান' বুঝিয়ে দিয়েছেন তিনি হুগলির মানুষের কতটা আপন। অন্যদিকে মথুরার সাংসদ পদে হ্যাটট্রিক করা হেমা মালিনী। বিগত তিন লোকসভা নির্বাচনে সেখান থেকেই বিজেপির টিকিটে জিতে আসছেন প্রবীণ বলিউড অভিনেত্রী। রচনা এবং হেমা দু'জনেই বিপরীত মেরুর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও সাক্ষাতে হাসিমুখে একফ্রেমে ধরা দিলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় পোস্ট করে রচনা লিখলেন, 'অধিবেশনের অবসরে ড্রিম গার্স-এর সঙ্গে। জীবনে নতুন মুহূর্ত তৈরি করাও আনন্দের।'

রচনার পোস্টের আরেক ছবিতে দেখা গেল, তৃণমূলের আরও দুই সাংসদ জুন মালিয়া এবং ইউসুফ পাঠানকে। সংসদের সামনের চত্বরে সকলে একফ্রেমে ধরা দিয়েছেন। তবে অনুরাগীদের নজর কেড়েছে হেমা মালিনীর সঙ্গে 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের ছবি। জনৈক নেটিজেন আবার কমেন্ট বক্সে রচনাকে মনে করিয়ে দিলেন যে, তিনিও কিন্তু 'ওড়িশার ড্রিম গার্ল।' আসলে কেরিয়ারের গোড়ার দিকে ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবি করেছিলেন। পরবর্তীতে সেখানে মারাত্মক জনপ্রিয়তা পান রচনা। সেপ্রসঙ্গই সম্ভবত এই পরিসরে মনে করিয়ে দিয়েছেন ওই ভক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভার অষ্টাদশ অধিবেশনের অবসরে হেমা মালিনীর সঙ্গে দেখা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
  • লোকসভার অষ্টাদশ অধিবেশনে যোগ দিতেই এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
  • রচনা লিখলেন, 'অধিবেশনের অবসরে ড্রিম গার্স-এর সঙ্গে। জীবনে নতুন মুহূর্ত তৈরি করাও আনন্দের।'
Advertisement