২০২৫ সালের ১৫ নভেম্বর পত্রলেখা ও রাজকুমার রাওয়ের (Rajkummar Rao-Patralekha) ঘর আলো করে এসেছিল তাঁদের কন্যাসন্তান। সন্তানের জন্মের পর সেই খবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন দম্পতি। এবার নতুন বছরে এক আদুরে পোস্টে মেয়ের প্রথম ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকাদম্পতি। জানালেন মেয়ের নামও।
রবিবাসরীয় সকালে একরত্তির একটি ছবি পোস্ট করেন রাজকুমার ও পত্রলেখা। সেখানে দেখা যাচ্ছে, তাঁদের দু'জনের হাতের মাঝে রয়েছে একরত্তির হাত। ক্যাপশনে তাঁরা লিখেছেন, "হৃদয়ের সবটুকু আনন্দ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জীবনের সেরা উপহার ও শ্রেষ্ঠ আশীর্বাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। পার্বতী পাল রাও।" এদিন এভাবেই মেয়ের সঙ্গে প্রথম আলাপ করান রাজকুমার ও পত্রলেখা। মেয়ের নামের মধ্যে রেখেছেন আধ্যাত্মিকতার ছোঁয়া। মা দুর্গার নামে মেয়ের নামকরণ করেছেন বলিউডের 'লাভিডাভি' দম্পতি। আরও একবার তারকাদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউডের বিশিষ্টরা।
উল্লেখ্য, গত নভেম্বরে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন রাজকুমার ও পত্রলেখা। তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীতেই কোল জুড়ে এসেছিল তাঁদের সন্তান। একদশক আগে পত্রলেখার সঙ্গে রাজকুমারের আলাপ। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। লিভ ইন সম্পর্কে থাকা শুরু করেন তাঁরা। পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ২০১৪ সালে। যখন দুজনে একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় অভিনয় করলেন। ২০২১ সালের অক্টোবর মাসে পত্রলেখাকে এক পার্টিতে ঘনিষ্ঠমহলের সামনে বিয়ের জন্য প্রস্তাব দেন রাজকুমার। আর তার ঠিক একমাসের মাথাতেই নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।
