shono
Advertisement

Breaking News

Ranveer Allahbadia

রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে 'অসহযোগিতা'র অভিযোগ, আইনি পদক্ষেপ করতে পারে মহারাষ্ট্র সাইবার সেল

মা-বাবাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করা পডকাস্টারের বিরুদ্ধে কেন ফের খড়্গহস্ত পুলিশ?
Published By: Sandipta BhanjaPosted: 03:37 PM Apr 12, 2025Updated: 03:39 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছিল গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমে গিয়েছিল এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার পড়ে যায় সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার ইউটিউবার হিসেবে প্রত্যাবর্তন করার পরও সেই বিতর্কের রেশ থামেনি। তাঁর বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে। যার জেরে আবারও আইনি বিপাকে পড়তে পারেন রণবীর।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' বিতর্কে ফের জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার তরফে সময় রায়না, আশিস চাঁচলানি, রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্ব মাখিজাকে সমন পাঠানো হয়েছিল। পুলিশি সমনে সাড়া দিয়ে আশিস চাঁচলানি এবং সময় রায়না সশরীরে হাজির হলেও অপূর্ব এবং রণবীর গরহাজির ছিলেন ওইদিন। আর তার জেরেই অসহযোগিতার অভিযোগ তুলে এবার সাইবার সেল আইনি পদক্ষেপ করতে পারে, বলে জানা গিয়েছে।

যৌনগন্ধী মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। তবে বিতর্কের ঝড় সামলে ফের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যাত্রা শুরু করেছেন তিনি। সম্প্রতি নতুন ভিডিওতে রণবীর জানিয়েছেন, আগামী দিনে আরও দায়িত্ব নিয়ে ভিডিও বানাবেন। আপাতত তিনি নতুনভাবে গল্প লিখতে চাইছেন। সেজন্য সকলে যেন তাঁর পাশে থাকেন, তার আবেদন জানিয়েছিলেন জনপ্রিয় বিয়ার বাইসেপস। এরপরই বৌদ্ধ সন্ন্যাসী পলগা রিনপোচের সঙ্গে পডকাস্ট প্রকাশ করেন। সম্প্রতি তাঁর শোয়ে এসেছিলেন ইমরান হাসমিও। যে সাক্ষাৎকার আবপাতত নেটপাড়ার চর্চার শিরোনামে। এমন আবহেই ফের বিতর্কে রণবীর এলাহাবাদিয়া।

সম্প্রতি শীর্ষ আদালতেও 'ধাক্কা খেতে' হয়েছিল যৌনগন্ধী মন্তব্য করা এলাহাবাদিয়াকে। সপোর্ট ফেরত পাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিয়ার বাইসেপস-এর সেই আবেদন বাতিল করে আদালতের তরফে জানানো হয়, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে করা যৌনগন্ধী মন্তব্য নিয়ে তদন্ত এখনও জারি। সেটা আরও দু’ সপ্তাহ চলবে। তাই পাসপোর্ট এখনই ফেরত দেওয়া যাবে না।” অতঃপর তিনি যে এখনই দেশের বাইরে যেতে পারবেন না, সেটা স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' বিতর্কে ফের জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার তরফে সময় রায়না, আশিস চাঁচলানি, রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্ব মাখিজাকে সমন পাঠানো হয়েছিল।
  • আশিস চাঁচলানি এবং সময় রায়না সশরীরে হাজির হলেও অপূর্ব এবং রণবীর গরহাজির ছিলেন ওইদিন।
  • তার জেরেই অসহযোগিতার অভিযোগ তুলে এবার সাইবার সেল আইনি পদক্ষেপ করতে পারে!
Advertisement