সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক পিছু ছাড়ছে না রণবীর এলাহাবাদিয়ার। ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের পর থেকেই সমালোচনায় বিদ্ধ জনপ্রিয় ইউটিউবার। কিন্তু অনুষ্ঠানের ফরম্যাট জেনেও কেন সেখানে যেতে রাজি হয়েছিলেন বিয়ার বাইসেপস্? এবার নিজেই ফাঁস করলেন সে কথা।

সোমবার মহারাষ্ট্র সাইবার সেল নবি মুম্বইয়ে প্রায় দুঘণ্টা জিজ্ঞাসাবাদ করে রণবীরকে। সেখানে একাধিক প্রশ্নের জবাব চাওয়া হয় তাঁর থেকে। সাইবার সেলের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে রণবীর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, কেন তিনি ওই শোয়ে যেতে রাজি হন। রণবীরের কথায়, ওই শোয়ের সঞ্চালক সময় রায়না তাঁর বন্ধু। সেই কারণেই বন্ধুর ডাকে আপত্তি করেননি। ইউটিউবাররা সাধারণত নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখে। একে অন্যের শোয়ে যাওয়া, প্রশংসার মাধ্যমে এই পেশায় একতার বার্তা দেন। তাই সময়ের শোয়ে যাওয়ার আগে দুবার ভাবেননি তিনি। এখানেই শেষ নয়, রণবীর আরও জানান, শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তিনি কোনও অর্থও নেননি।
গতকাল রণবীরের পাশাপাশি আশিস চঞ্চলনিকেও জিজ্ঞাসাবাদ করেন সাইবার সেলের তদন্তকারীরা। এর পাশাপাশি ওই শোয়ে উপস্থিত জশপ্রীত সিং, অপূর্ব মুখিজা এবং সঞ্চালক সময় রায়নাকেও সমন পাঠানো হয়েছে। বর্তমানে সময় মার্কিন মুলুকে রয়েছেন। তাঁকে ১০ মার্চের মধ্যে হাজির হতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের ওই বিতর্কিত পর্বে এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন ছোঁড়েন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?” শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের মাপ জিজ্ঞেস করেন রণবীর। এই ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিলেও আপাতত রণবীরের দেশের বাইরে যাওয়ার উপর রাশ টানা হয়েছে।