shono
Advertisement

Breaking News

Zubeen Garg

'যেতে নাহি দিব...', বক্স অফিসে ইতিহাস গড়ে জুবিন গর্গকে ভালোবাসায় ভরাল অসমবাসী

অসম সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করল জুবিনের 'রই রই বিনালে'।
Published By: Sandipta BhanjaPosted: 07:12 PM Jan 05, 2026Updated: 08:49 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে না ফেরার দেশের বাসিন্দা হয়েছেন জুবিন গর্গ। তবে মাস পর মাস পেরলেও অসমবাসীর মনজুড়ে আজও শুধুই 'জুবিনদা'। তাঁর গাওয়া গান, অভিনীত সিনেমার মাধ্যমেই ব্রহ্মপুত্রভূমের প্রিয় 'স্টার সন্তান'কে মনের মণিকোঠায় বাঁচিয়ে রেখেছেন অসমের বাসিন্দারা। আর সেই ভালোবাসারই মাইলফলক হয়ে রইল জুবিন গর্গের শেষ সিনেমা 'রই রই বিনালে'। খবর, অসমের সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করে ইতিহাস গড়েছে জুবিনের ছবি।

Advertisement

পঁচিশ সালের ৩১ অক্টোবর মুক্তি পেয়েছিল 'রই রই বিনালে'। যে সিনেমায় এক অন্ধ গায়কের ভূমিকায় দেখা গিয়েছে জুবিনকে। পরিচালক রাজেশ ভুঁইয়া জানিয়েছিলেন, এই সিনেমা বানানোর জন্য গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন জুবিন। ছবির কাহিনি, গান-সবই প্রয়াত গায়কের সৃষ্টি। এমনকী মৃত্যুর কয়েক দিন আগে পরিচালকের সঙ্গে বসে ছবির প্রচার কৌশলী সাজিয়েছিলেন খোদ জুবিন। আর সেই প্রেক্ষিতেই শেষবারের মতো পর্দায় জুবিন ম্যাজিক দেখার জন্য পয়লা দিন থেকেই অশ্রুসিক্ত নয়নে দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন অনুরাগীরা। ফলত বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল। এমনকী অগ্রিম বুকিংয়ের অবিশ্বাস্য হিড়িক দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অসমের সিনেবিশেষজ্ঞরাও। তখনই ওয়াকিবহালমহল ভবিষ্যদ্বাণী করেছিল যে, 'রই রই বিনালে' অসম সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়বে। সেটাই যেন সত্যি হল এবার। শুধু অসমে ৩৮ কোটি টাকার ব্যবসা করার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে আরও ৪ কোটি টাকা আয় করেছে এই সিনেমা।

জানা গিয়েছে, রিলিজের পর দিন যত গড়িয়েছে 'রই রই বিনালে'র শো সংখ্যা বাড়ানোর চাহিদাও তত বেড়েছে। এমনকী দর্শকমহলের তুমুল চাহিদায় একাধিক বন্ধ প্রেক্ষাগৃহের দরজাও খুলেছে জুবিন ম্যাজিকে। যার জেরে সেসমসয়ে মুক্তিপ্রাপ্ত 'কান্তারা চ্যাপ্টার ১', 'থামা'র মতো সিনেমাগুলিরও শো বাতিল করতে বাধ্য হয়েছিলেন হল মালিকরা। এককথায় ওপেনিং ইনিংস থেকেই অসমের বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছিল ‘রই রই বিনালে’। এবার ৪২ কোটি টাকা আয় করে অসমের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করা ছবির খেতাব জিতে নিল জুবিন গর্গের শেষ সিনেমা। উল্লেখ্য, এই ছবি থেকে রাজ্যের পাওয়া ২.৯০ কোটি টাকা জিএসটির পুরোটাই জুবিনের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঁচিশ সালের ৩১ অক্টোবর মুক্তি পেয়েছিল 'রই রই বিনালে'।
  • এবার ৪২ কোটি টাকা আয় করে অসমের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করা ছবির খেতাব জিতে নিল জুবিন গর্গের শেষ সিনেমা।
Advertisement