সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে 'ধূমকেতু'। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! তাই তো, রিলিজের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। অন্যদিকে কমার্শিয়াল ঘরানার বাইরে শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও প্রথম ছবি এটি। অতঃপর ‘ধূমকেতু’র মুক্তি ঘিরে টলিউড সুপারস্টার অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! স্বাভাবিকভাবেই একাংশের কৌতূহল রুক্মিণী মৈত্রর প্রতিক্রিয়া নিয়ে।
কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী হিট। সেই প্রেক্ষিতেই পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স নিয়ে রুক্মিণী মৈত্রর কী প্রতিক্রিয়া? কৌতূহলের অন্ত নেই! রবিবাসরীয় রাতে শহরের এক খুঁটিপুজোয় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে মুখ খোলেন পর্দার 'বিনোদিনী'। হাসিমুখেই তিনি জানালেন, "দেব যেভাবে এই সিনেমাটার জন্য খেটেছে, আমি তো দেখেছি ওকে ওই পুরো সময়টায়। যদি খুব ভুল না করি, গত নয় বছরে প্রায় প্রতিদিন দেব 'ধূমকেতু'র কথা বলেছে যে, কীভাবে এই ছবিটাকে ও রিলিজ করা যায়। আমি তো বুঝি ওর মনে কী চলে। তবে অবশেষে অপেক্ষার অবসান। ছবিটা রিলিজ করতে চলেছে। আর এই নয় বছরের অপেক্ষার পর 'ধূমকেতু' কিন্তু এখন শুধু একটা ছবি নয়, একটা আবেগ হয়ে উঠেছে। ঠিক যেমন দুর্গাপুজো আমাদের কাছে আবেগ। এবছর দুর্গাপুজো দেবের কাছে একটু আগেই চলে এল।"
উল্লেখ্য, রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ ছবিতে গিরীশ ঘোষের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর ‘ধূমকেতু’র পরিচালকও তিনি। সেই প্রেক্ষিতেই আবার একাংশের ‘বাড়তি’ কৌতূহল, তাহলে কি ‘ধূমকেতু’র প্রিমিয়ারে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে? সেই উত্তর যদিও সময়ের গর্ভেই লুকিয়ে!
