shono
Advertisement
Saif Ali Khan

শ্যালকের বিয়েতে নবাবি স্টাইলে রীতি পালন সইফের, কাপুরদের সুপারস্টার জামাইয়ের কীর্তিতে শোরগোল

কাপুরদের সুপারস্টার জামাই! কী করলেন সইফ আলি খান?
Published By: Sandipta BhanjaPosted: 05:52 PM Feb 22, 2025Updated: 05:56 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার 'বিগ ফ্রাইডে' নাইট। শুক্রবার সন্ধেয় প্রেমিকা অলেখা আডবানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করিনা-করিশ্মাদের তুতোভাই আদর জৈন। আর সেই বিয়ের অনুষ্ঠানেই সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী বরবেশী আদরকে স্বাগত জানালেন সইফ। তবে কাপুরবাড়ির বিয়ের অনুষ্ঠান হলেও নবাবি স্টাইলে সেই নিয়ম পালন করে উপস্থিত অতিথিদের হতবাক করে দিলেন অভিনেতা!

Advertisement

শ্যালক আদর জৈনের বিয়েতে নবাবি কেতায় সইফকে নিয়ম পালন করতে দেখে হেসে গড়ালেন করিনা কাপুর (Kareena Kapoor)! তবে মনে মনে স্ত্রী হিসেবে তিনি যে বেশ গর্ববোধ করেছেন, সেটা তাঁর অভিব্যক্তিতেই প্রকাশ পেল। এদিকে 'সুপারস্টার' জামাইয়ের কীর্তি দেখে হতবাক পরিবারের সদস্যরাও। কাপুর পরিবারের 'সবেধন নীলমণি' জামাই সইফ আলি খান। গত মাসেই আততায়ীর হামলায় হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। তবে নবাব এখন অনেকটাই সুস্থ। চোখেমুখে সেই অনভিপ্রেত ঘটনার কোনও ছাপই নেই। বরং এক সাক্ষাৎকারে ওই হামলাকারীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি। এবার শ্যালকের বিয়েতেও 'সুপারহিট' সইফ। কী এমন করলেন অভিনেতা?

আসলে কাপুর বাড়ির নিয়ম অনুযায়ী বর বিয়ে কগরতে বসার আগে তাঁকে মালা পরিয়ে মণ্ডপে স্বাগত জানান জামাইরা। যা কিনা 'মিলনি সেরিমনি' বলে পরিচিত। সেই নিয়ম পালন করতেই দেখা গেল সইফকে। নিজের গলা থেকে রজনীগন্ধার মালা খুলে আদরকে পরিয়ে দিলেন। এরপর তাঁকে বুকে টেনে নিয়ে শুভেচ্ছা জানালেন অভিনেতা। নিয়ম পালনের সময়ে সেখানে হাজির ছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। বাধ্য জামাইয়ের মতো নিজে থেকেই সইফকে অক্ষরে অক্ষরে নিয়ম পালন করতে দেখে তাজ্জব তাঁরাও! আর আদর-অলেখার বিয়ের অনুষ্ঠান থেকে সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যা দেখে সইফ আলি খানের প্রশংসায় পঞ্চমুখ সকলে। কেউ কেউ তো আবার 'জামাই নম্বর ওয়ান'-এর খেতাবও দিয়ে ফেললেন অভিনেতাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাপুর বাড়ির নিয়ম অনুযায়ী বর বিয়ে কগরতে বসার আগে তাঁকে মালা পরিয়ে মণ্ডপে স্বাগত জানান জামাইরা।
  • সেই নিয়ম পালন করতেই দেখা গেল সইফকে। নিজের গলা থেকে রজনীগন্ধার মালা খুলে আদরকে পরিয়ে দিলেন।
Advertisement