shono
Advertisement
Salman Khan

'প্রেমিকা' ইউলিয়ার বাবা-মায়ের সঙ্গে সলমন, বিয়ে কি পাকা?

এর আগে সলমনের বাবা সেলিম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ইউলিয়া।
Published By: Suparna MajumderPosted: 01:51 PM Dec 08, 2024Updated: 01:53 PM Dec 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যেই 'দাবাং টুর' শুরু করে দিয়েছেন সলমন খান। চূড়ান্ত ব্যস্ততা তারকার। এর মাঝেও সময় বের করে কাছের মানুষ ইউলিয়া ভান্তুরের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের সুলতান। শুধু তাই নয় ইউলিয়া ও তাঁর বাবা-মায়ের সঙ্গে 'ফ্যামিলি ফটো'ও তুলেছেন। এতেই নেটিজেনদের প্রশ্ন। তাহলে 'প্রেমিকা' ইউলিয়ার সঙ্গেই কি ভাইজানের বিয়ে পাকা?

Advertisement

সংখ্যার বিচারে বয়স ৫৮। তাতে কী? বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খান। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সল্লুর। তবে একাধিকবার সুপারস্টারের বিয়ের জল্পনা শোনা গিয়েছে। এই জল্পনায় এর আগেও ইউলিয়ার নামটি জড়িয়েছে।

নিজের বাংলোতেই বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরের জন্মদিন উপলক্ষে রাতপার্টির আয়োজন করেছিলেন সলমন খান। যেখানে উপস্থিত ছিলেন ভাইজানের পরিবারের সদস্যরা। হাসিমুখেই সকলে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। বার্থডে গার্ল নিজেও সেই ছবি শেয়ার করে পালটা ভালোবাসা জানিয়েছিলেন।

শুধু তাই নয়, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও ইউলিয়া ভান্তুরকে নিয়ে গিয়েছিলেন সলমন খান। একসঙ্গে তাঁদের নাচতেও দেখা যায়। নভেম্বর মাসের ২৪ তারিখ ছিল সলমনের বাবা সেলিম খানের জন্মদিন। বর্ষীয়ান চিত্রনাট্যকারকে জড়িয়ে ধরে তোলা ছবি পোস্ট করেন ইউলিয়া। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'আমার অন্যতম প্রিয় একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। এই মানুষটাই ভারতে আমাকে পরিবারের মতো অনুভূতি দিয়েছেন। চির কৃতজ্ঞ।'

শনিবার নিজের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইউলিয়া লেখেন, 'হ্যাপি বার্থ ডে বাবা। তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ। একসঙ্গে দুই হিরো।' ইউলিয়া এবং তাঁর পরিবারের সঙ্গে সলমনের এই সখ্যতা দেখেই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। তাহলে এবার ভাইজান বিয়ের কথা ভাবছেন? এই প্রশ্ন তাঁদের মনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কড়া নিরাপত্তার মধ্যেই 'দাবাং টুর' শুরু করে দিয়েছেন সলমন খান। চূড়ান্ত ব্যস্ততা তারকার।
  • এর মাঝেও সময় বের করে কাছের মানুষ ইউলিয়া ভান্তুরের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের সুলতান।
Advertisement