সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য 'ব্যাটেল অফ গালওয়ান'-এর ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন। নতুন বছরের পয়লা সপ্তাহজুড়ে আলোচনা, সমালোচনার শীর্ষে সলমন খানের দেশাত্মবোধক সিনেমা। এমনকী চিন পর্যন্ত 'গালওয়ানে'র ঝলক দেখে নড়েচড়ে বসেছে। এমন আবহেই টিনসেল টাউনে জব্বর খবর! এবার নাকি 'ফ্যামিলি ম্যান' পরিচালকদ্বয় 'রাজ অ্যান্ড ডিকে'র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান।
ঘনিষ্ঠ সূত্রে খবর, সম্প্রতি রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে'র সঙ্গে দেখা করেছেন ভাইজান। সেখানেই দু' তরফে প্রাথমিক আলোচনা হয়েছে। নতুন সিনেমার চিত্রনাট্যও বেশ মনে ধরেছে সলমনের। জানা গেল, কৌতুকের মোড়কে এবার অ্যাকশন ছবি বানাতে চলেছেন রাজ অ্যান্ড ডিকে জুটি। আর সেই নতুন সিনেমার জন্যেই তাঁদের পছন্দের তালিকায় পয়লা নম্বরে রয়েছেন সলমন খান। তবে কানাঘুষো, ভাইজান অমত না করলেও চূড়ান্তভাবে সম্মতি দেননি। তার আগে চিত্রনাট্যে নিজের মতো করে কিছু 'ট্যুইস্ট' যোগ করতে চাইছেন তিনি। এদিকে পরিচালকদ্বয়ও সিনেমাটিকে বড় পরিসরে আনার পরিকল্পনা করছেন। বাকিটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা।
কানাঘুষো, সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে শুটিং শুরু হতে পারে। যদিও সেটা সলমন খানের শিডিউলের উপরই নির্ভর করছে। তবে আপাতত চিত্রনাট্যে শান দেওয়ার কাজ চলছে বলে জানা গেল। আর এই গুঞ্জন সত্যি হলে যে ছাব্বিশ সালে সলমনের মন্দা ফিল্মি কেরিয়ারের মোড় ঘুরতে চলেছে, তা বলাই বাহুল্য। কারণ এর আগে 'ফ্যামিলি ম্যান', 'ফরজি', 'সিটাডেল: হানি বানি'র মতো একাধিক সফল প্রজেক্ট তৈরি হয়েছে এই রাজ অ্যান্ড ডিকে জুটির হাত ধরেই। এবার তাঁদের ফ্রেমে অ্যাকশন অবতারে ভাইজানকে কেমন লাগবে? নজর থাকবে সেদিকে।
