সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। শুক্রবার সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কী হয়েছে সায়ন্তনীর?
শুক্রবার ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট করেন সায়ন্তনী। সেই ছবিতে দেখা গিয়েছে, হাতে স্যালাইন লাগানো রয়েছে অভিনেত্রীর।
সংবাদমাধ্যমকে সায়ন্তনী জানিয়েছেন, ”কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত। বৃহস্পতিবার রাতে জ্বর বেড়ে যাওয়ায় হাসাপাতালে ভর্তি করতে হয়েছে। ডেঙ্গু রিপোর্ট পজিটিভ। জ্বর কমছে না বলে চিকিৎসক ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত বিশ্রামেই রয়েছি।”
[আরও পড়ুন: কঙ্গনার গতানুগতিকতায় ফিকে ‘তেজস’-এর তেজ, দেশপ্রেমের রানওয়েতেও হল না বাজিমাত]
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ডেঙ্গুর বলি হয়েছেন অনেকেই। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। তা সত্ত্বেও ডেঙ্গু থাবা বসাচ্ছে শহর থেকে জেলায়।
ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে মরিয়া প্রশাসন। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলাশাসক, সিএমওএইচদের নিয়ে ইতিমধ্যেই নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। বৈঠক চলাকালীন ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি। সচেতনতার কর্মসূচি নেওয়ার নির্দেশও দেন। প্রত্যেক পুরসভাকে ফিভার ক্লিনিক চালু করার কথা বলেন। নির্দেশ অনুযায়ী, পুর হাসপাতালে ১০টি করে শয্যা বরাদ্দ রাখতে হবে ডেঙ্গু আক্রান্তদের জন্য। ২৪ ঘণ্টা রক্তপরীক্ষার ব্যবস্থা করতেও বলা হয়।
[আরও পড়ুন: ভাঙা মনে রণবীর-রশ্মিকার নিবিড় চুম্বন, ‘সতরঙ্গা’র সুরে ফের মন কাড়লেন অরিজিৎ]
