shono
Advertisement
Shefali Jariwala Death Update

শেষবারের মতো স্ত্রীর কপালে চুমু পরাগের, শেফালির শেষকৃত্যের ভিডিও দেখে চোখে জল অনুরাগীদের

ওশিওয়াড়া শ্মশানে সম্পন্ন হল 'কাঁটা লাগা গার্ল'-এর শেষকৃত্য।
Published By: Sandipta BhanjaPosted: 08:31 PM Jun 28, 2025Updated: 05:34 PM Jun 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধে ৬টা। মুম্বইয়ের ওশিওয়াড়া শ্মশানে থিক থিক করছে ভিড়। শেফালি জরিওয়ালার শেষকৃত্যে (Shefali Jariwala Death Update) হাজির ইন্ডাস্ট্রির বন্ধুরা। চোখে জল নিয়ে 'কাঁটা লাগা গার্ল'কে বিদায় জানাতে হাজির হয়েছিলেন মিকা সিং, সুনীধি চৌহান, শেহনাজ গিল, রেশমি দেশাই, আরতি সিং, সম্ভাবনা শেঠ-সহ একাধিক তারকা। মেয়ের নিথর দেহ আগলে কান্নায় ভেঙে পড়েছেন সুনীতা জরিওয়ালা। কন্যাহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে কেঁদে ফেলছেন টেলিপর্দার তারকারাও।

Advertisement

শেষযাত্রায় শেফালিকে কাঁধ দিলেন স্বামী পরাগ ত্যাগী, হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফটকরা। শ্মশান থেকে একের পর এক হৃদয় বিদারক ভিডিও, ছবি নেটপাড়াজুড়ে ছেয়ে গিয়েছে। সেখানেই দেখা গেল, লাল কাপড়ে মোড়া শেফালির নিথর দেহ। আলতো করে গালে হাত বুলিয়ে শেষবারের মতো আদর করছেন পরাগ ত্যাগী। বিদায়বেলায় স্ত্রীর কপালে স্নেহের চুম্বনও এঁকে দিতে দেখা গেল অভিনেতাকে। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না অনুরাগীরাও। মা সুনীতাও তখন জামাইয়ের পাশে বসে আকুলি-বিকুলি করে কেঁদে চলেছেন। এই তো দিন কয়েক আগে ২৫ লক্ষ টাকা দিয়ে বাবার অস্ত্রোপচার করালেন শেফালি। অশীতিপর বাবাকে বলেছিলেন, 'এখন তো সবে তোমার বয়স ৮০, জীবনটাকে আরও উপভোগ করো।' যে মেয়ের এতটা মনোবল, মানসিকভাবে এতটা শক্ত, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরা। জানা গেল, স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ওশিওয়াড়া শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন করলেন বাবা সতীশ জরিওয়ালা এবং বোন শিবানিও।

এদিকে শেষকৃত্যের আগেই শেফালির ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কোনওরকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে অভিনেত্রীর। শেফালি জরিওয়ালার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন স্বামী মনমীত সিংও। যে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন একসময়ে শেফালি, আজ তাঁর প্রয়াণে প্রাক্তনের মন্তব্য, আমার জীবনের সবথেকে খারাপ খবর। আমরা একসঙ্গে বহু সুখস্মৃতির সাক্ষী। ওঁর এই অকালে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'কাঁটা লাগা গার্ল'কে বিদায় জানাতে হাজির হয়েছিলেন মিকা সিং, সুনীধি চৌহান, শেহনাজ গিল, রেশমি দেশাইরা।
  • শেষযাত্রায় শেফালিকে কাঁধ দিলেন স্বামী পরাগ ত্যাগী, হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফটকরা।
  • স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ওশিওয়াড়া শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন করলেন বাবা সতীশ জরিওয়ালা এবং বোন শিবানিও।
Advertisement