সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স এখন সাত বছর। জীবনে এসেছে বায়ু। আপাতত মাতৃত্ব চেটেপুটে উপভোগ করছেন সোনম কাপুর। তারই মাঝে সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামীর হাত ধরে মুম্বইয়ে চিকিৎসকের কাছে অভিনেত্রী। নেটিজেনদের প্রশ্ন, ফের সুখবর আসছে?
গত ২০১৮ সালে চারহাত এক হয় সোনম ও আনন্দের। বিয়ের সপ্তম বিবাহবার্ষিকীতে বেশ কয়েকটি অদেখা ছবি শেয়ার করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখেন, "আসলে তুমি অতুলনীয়। আমার জীবনের ভালোবাসা। সবসময় আমাকে খুঁজো।" কোনও ছবিতে পেস্তা রঙের শাড়ি পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আনন্দ আহুজার পরনে অফ হোয়াইট রঙের কুর্তা। আবার কয়েকটি ছবিতে লাল রঙের শাড়ি, ভারী গয়নায় সেজে সোনম। সপ্তম বিবাহবার্ষিকীতে নায়িকা যে বিশেষ দিনের নস্ট্যালজিয়ায় ভাসছেন তা তাঁর শেয়ার করা ছবি দেখেই স্পষ্ট।
২০২২ সালের সোনম ও আনন্দের জীবনে আসে বায়ু। আপাতত ছোট্ট বায়ুই তাঁর কাছে সব কিছু। তাই তো লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিক বিরতি নিয়েছেন সোনম। সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামীর হাত ধরে চিকিৎসকের কাছে অভিনেত্রী। ঢোলাঢালা সাদা একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সোনম ও আনন্দকে চিকিৎসকের কাছে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। আবারও কি বাবা-মা হতে চলেছেন সোনম ও আনন্দ, প্রশ্ন তাঁদের। যদিও সে বিষয়ে তেমন কিছু এখনও পর্যন্ত শোনা যায়নি।
