সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে প্রচুর চার-ছক্কা হাঁকিয়েছেন। আবার রিয়ালিটি শো বা বিজ্ঞাপনী ভিডিওতেও 'দাদাগিরি'র নমুনা প্রচুর। কেমন হয়, যদি দুটো মিলেমিশে যায়? বলিউডে পা রেখে সেটারই ঝলক নিয়ে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আসলে ঝলক বললে ভুল হয়, পুলিশের ভূমিকায় রীতিমতো 'বাপি বাড়ি যা' মেজাজে মহারাজ। কখনও তিনি রাগে ফেটে পড়ছেন! কখনও বা অপরাধীদের শাসন করছেন। সব মিলিয়ে নীরজ পাণ্ডের হাইভোল্টেজ ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারমূলক ভিডিওয় রাজকীয় মেজাজে হাজির সৌরভ।

নেটফ্লিক্সের এই সিরিজ নিয়ে এমনিতেই চর্চা তুঙ্গে। যেখানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। তাতে বাড়তি পাওনা 'দাদা'র পারফরম্যান্স। বাংলার পটভূমিকায় সিরিজ হচ্ছে, আর তাতে সৌরভ থাকবেন না, তা কখনও হয়? পুলিশের পোশাকে এন্ট্রি নিলেন তিনি। চোখে সানগ্লাস, হাতে লাঠি। পিছনে বড় পোস্টারে ভেসে উঠল 'আসলি বেঙ্গল টাইগার'। আর সেটে উপস্থিত কলাকুশলীদের তো চক্ষু ছানাবড়া। কিন্তু কড়া পুলিশের ভূমিকায় অভিনয়টা তো সহজ কথা নয়! দেখাতে হবে আগ্রাসন। ভারতীয় ক্রিকেটের অস্থিমজ্জায় আগ্রাসন ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। আর অভিনয়ের সময়ও ফিরে গেলেন সেই স্মৃতিতে। সৌরভের চোখের সামনে ভেসে উঠল এক অস্ট্রেলীয় কোচের ছবি। ব্যস, আর যায় কোথায়? রাগে ফেটে পড়লেন দাদা।
এখানেই শেষ নয়। এরপর চলল লাঠি হাতে দুষ্কৃতীদের শাসনপর্ব। সেটাও করলেন ক্রিকেটীয় মেজাজে। কখনও পুল, কখনও ফ্লিক, কখনও কাটে। আর অফসাইডের শট তো আছেই। কিন্তু পরিচালক মহাশয় তাতে খুশি নন। জানালেন, সব কিছু মাত্র আট সেকেন্ডের মধ্যে করতে হবে। অগত্যা কী সিদ্ধান্ত নিলেন সৌরভ (Sourav Ganguly)?
কিছুদিন আগেই বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শুটিং করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, রাত বারোটা পর্যন্ত শুট করেন ‘দাদা’। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত। মহারাজ নাকি প্রতিটা শটে নিখুঁত অভিব্যক্তি দিয়ে বলে-বলে ছক্কা হাঁকিয়েছেন। জানা গেল, ক্যামেরার সামনে প্রাক্তন ক্রিকেটার এতটাই সাবলীল এবং স্বতঃস্ফূর্ত যে দুঁদে অভিনেতাদেরও ছাপিয়ে যাবেন। আর পুলিশের উর্দিতে সৌরভের সেই ছবি ফাঁস হতেই অনুরাগীরা গান ধরেছেন, ‘যে কোনও ভূমিকায় সমানে লড়ে যাই…’। সেটারই প্রমাণ দেখা গেল এই ভিডিওয়।