shono
Advertisement

Breaking News

Priya Sachdev

৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে বিবাদ! বড় পদক্ষেপ করিশ্মার সতীন প্রিয়ার, কী করলেন?

সম্পত্তি বড় বালাই!
Published By: Sandipta BhanjaPosted: 01:29 PM Jul 29, 2025Updated: 01:29 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়েই নাকি গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা কাপুর। সেক্ষেত্রে কোম্পানির নতুন 'মালিক' হিসেবে সঞ্জয়ের মা রানি কাপুর এবং স্ত্রী প্রিয়া সচদেবের নাম শোনা গিয়েছিল। তবে সমস্ত জল্পনা কাটিয়ে সম্প্রতি কোম্পানির কার্যকরী বোর্ডে যোগ দিয়েছেন প্রিয়া সচদেব কাপুর। সেই বিষয়টি নিয়েও জলঘোলার অন্ত নেই। কানাঘুষো গুঞ্জন, শাশুড়ি রানির সঙ্গে নাকি সম্পর্কের অবনতি ঘটেছে করিশ্মার সতীন প্রিয়ার! এমন আবহেই এবার বড় পদক্ষেপ করলেন প্রাক্তন মডেল-অভিনেত্রী।

Advertisement

একসময়ে চুটিয়ে হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেছেন প্রিয়া। 'নীল অ্যান্ড নিকি' ছবিতে ক্যামিওর চরিত্রে অভিনয় করেছেন। তবে ফ্যাশন দুনিয়ায় মডেল হিসেবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন প্রিয়া। ২০১১ সালে তৎকালীন স্বামী বিক্রম চাতওয়ালের সঙ্গে ডিভোর্স হয়। তার পর ২০১৭ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে। প্রিয়ার আগের পক্ষের এক কন্যাসন্তানও রয়েছে। এবার তার ঠিক এক বছর আগেই করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স হয় সঞ্জয় কাপুরের। তবে সৎ ছেলেমেয়ে প্রিয়া সচদেবের কাছে সন্তানসম। সেকথা তিনি স্বামীর মৃত্যুর পরও বলেছেন। দিল্লিতে সঞ্জয় কাপুরের শেষকৃত্যে একফ্রেমে দেখা গিয়েছিল করিশ্মা-প্রিয়াকে। এবার সেই মডেল-অভিনেত্রীই সোনা কমস্টার কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম পরিবর্তন করে দিলেন। এযাবৎকাল 'প্রিয়া সচদেব কাপুর' বলেই নিজেকে সম্বোধন করতেন তিনি। তবে বর্তমানে সেটা বদলে স্বামীর নাম জুড়ে রেখেছেন - প্রিয়া সঞ্জয় কাপুর। অনেকেই অবশ্য এহেন পদক্ষেপকে সহানুভূতি কুড়নোর 'স্টান্ট' হিসেবে দেখছেন!

প্রসঙ্গত, সঞ্জয়ের মা রানি কাপুর সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ছেলের মৃত্যুর পরই নাকি না বলে-কয়ে তাঁকে দিয়ে বেশ কিছু নথিপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনও করতে পারছেন না তিনি। রানি কাপুরের দাবি, কেউ একজন তাঁদের পরিবারের 'নতুন কণ্ঠস্বর' হয়ে ওঠার চেষ্টা করছেন। যদিও এক্ষেত্রে তিনি কারও নামোল্লেখ করেননি। তবে ঘনিষ্ঠমহলের একাংশের অনুমান, সঞ্জয়ের মা আদতে প্রিয়া সচদেবকেই বিঁধেছেন। এহেন দ্বন্দ্ব, জল্পনা-কল্পনার মাঝেই প্রিয়া সচদেব সোনা কমস্টার-এর 'নন এক্সিকিউটিভ ডিরেক্টর' পদে বসলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমস্ত জল্পনা কাটিয়ে সম্প্রতি কোম্পানির কার্যকরী বোর্ডে যোগ দিয়েছেন প্রিয়া সচদেব কাপুর।
  • কানাঘুষো গুঞ্জন, শাশুড়ি রানির সঙ্গে নাকি সম্পর্কের অবনতি ঘটেছে করিশ্মার সতীন প্রিয়ার!
  • এমন আবহেই এবার বড় পদক্ষেপ করলেন প্রাক্তন মডেল-অভিনেত্রী।
Advertisement