সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee)। আইটেম নম্বরে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। একের পর এক নতুন চরিত্রে নিজেকে ভাঙছেন সুস্মিতা। নিজেকে সব রকমের চরিত্রে মেলে ধরতে সবটুকু উজাড় করে অভিনয় করেন অভিনেত্রী সুস্মিতা। শোনা যাচ্ছে ফের এক অন্যরকমের চরিত্রে ধরা দেবেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম
জল্পনা এবার নাকি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন থ্রিলারধর্মী ছবিতে দেখা যাবে সুস্মিতাকে। গুঞ্জন তাঁকে নিয়েই নাকি এই ছবির গল্প ভাবছেন শমীক। তবে এই বিষয়ে মুখ খোলেননি এখনও পরিচালক বা সুস্মিতা কেউই। এইমুহূর্তে নাকি চলছে ছবির চিত্রনাট্যের কাজ। অন্যদিকে পরিচালক ব্যস্ত রয়েছেন তাঁর নতুন বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে। সেখানেও নাকি সুস্মিতার সঙ্গেই কাজ করছেন তিনি। ছবির কাজের সবটাই রয়েছে নাকি এইমুহূর্তে এক্কেবারে প্রাথমিক পর্যায়ে।
উল্লেখ্য, শমীক রায়চৌধুরীর ছবি মানেই তাতে থাকবে রহস্য। তাঁর এখন পর্যন্ত শেষ ছবি 'মায়া সত্য ভ্রম'। সেই ছবিতে অভিনয় করেছেন সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকার, আলেকজান্দ্রা টেলর প্রমুখ। তাঁর আগের ছবি 'বেলাইন' ও ছিল রহস্যে ভরপুর। এবার নতুন ছবিতে থ্রিলারের মোড়কে কোন রহস্যের ছোঁয়া দর্শকের কাছে নিয়ে আসেন তিনি এখন সেটাই দেখার।
