shono
Advertisement
Shiboprosad Mukherjee

'ফ্যামিলিওয়ালা' শিবপ্রসাদের বিপরীতে স্বস্তিকা-সুদীপ্তা, উইন্ডোজ-এর ঘরে প্রথমবার দুই নায়িকা

কেন শিবপ্রসাদকেই বেছে নিলেন এই গল্প বলার জন্য? জানালেন পরিচালক সুমন ঘোষ।
Published By: Sandipta BhanjaPosted: 10:03 AM Jan 28, 2026Updated: 05:20 PM Jan 28, 2026

আম দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে বরাবর উইন্ডোজ প্রযোজনা সংস্থার জুড়ি মেলা ভার। সিনেমার মাধ্যমেই কখনও সমাজ সচেতনতার পাঠ আবার কখনও বা আস্ত মনস্তত্ত্বের পাঠ দিয়েছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। টলিপাড়ার 'হিট মেকার' জুটির ফ্রেমে কখনও আদ্যোপান্ত পারিবারিক ড্রামা, কখনও বা নারী-পুরুষ মনের টানাপোড়েনের গল্প ঠাঁই পেয়েছে। চলতিবছর প্রযোজনা সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে উইন্ডোজ-এর ব্যানারে তেমনই এক সিনেগল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক সুমন ঘোষ। তবে এবার প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনেতার আসনে। যিনি 'কণ্ঠ', 'বহুরূপী'র মতো উইন্ডোজ-এর একাধিক সিনেমায় অভিনেতা হিসেবে নিজের 'জাত' বুঝিয়েছেন।

Advertisement

'ফ্যামিলিওয়ালা' ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের লুক

পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে প্রযোজনা সংস্থার ভাঁড়ারে চলতিবছর যে একগুচ্ছ সিনেচমক রয়েছে, গত ডিসেম্বর মাসেই সেখবর জানা গিয়েছিল। সেই তালিকার অন্যতম 'ফ্যামিলিওয়ালা'। এই সিনেমার সুবাদেই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথমবার পরিচালক হিসেবে যোগ দিলেন সুমন ঘোষ। তবে চমক এখানেই শেষ নয়। সিনেসংলাপ ধার করে বলতে হলে- পিকচার অভি হ্যায়! প্রথম থেকেই 'ফ্যামিলিওয়ালা'র নায়িকামুখ নিয়ে সিনেমহলে কৌতূহল ছিল। এবার খবর, 'কণ্ঠ'র পর আবারও জোড়া নায়িকাকে দেখা যাবে শিবপ্রসাদের বিপরীতে। 'ফ্যামিলিওয়ালা'র সুবাদেই উইন্ডোজ-এর ঘরে প্রথমবার পা রাখছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী।

প্রথমবার উইন্ডোজ-এর ঘরে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী। ছবি: ফেসবুক

এই ছবির গল্পটা কীরকম? জানা গেল, আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে কৌতুকরস। প্রযোজক-পরিচালক হিসেবে নন্দিতা-শিবপ্রসাদ বরাবরই পারিবারিক গল্প বলায় সিদ্ধহস্ত। অতঃপর 'ফ্যামিলিওয়ালা'র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম ঘটবে না, হলফ করে বলা যায়। পরিচালক সুমন ঘোষ বলছেন, “উইন্ডোজের সাথে প্রথমবার কাজ করতে পারা আমার কাছে সৌভাগ্য। 'ফ্যামিলিওয়ালা' একটি হালকা মেজাজের পারিবারিক সিনেমা।" কেন শিবপ্রসাদকেই বেছে নিলেন এই গল্প বলার জন্য? এপ্রসঙ্গে পরিচালকের মন্তব্য, "একজন অভিনেতা হিসেবে ওঁর যে দক্ষতা সেটা 'ফ্যামিলিওয়ালা' চরিত্রটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। আশা করি, উইন্ডোজ-এর ২৫তম বর্ষপূতির এই সফরে 'ফ্যামিলিওয়ালা' এক নতুন মাইলস্টোন যোগ করবে।" শিবপ্রসাদ জানালেন, "'ফ্যামিলিওয়ালা'য় আমার চরিত্রটি যেকোনও অভিনেতার কাছে লাইফটাইম চরিত্র। আর যাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি- লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী, আমি এঁদের সবার গুণমুগ্ধ ভক্ত। সুমন দা কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।" ২৮ জানুয়ারি, বুধবার থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement