shono
Advertisement

Breaking News

Tamannaah Bhatia

কনসার্টে ৬ মিনিট নাচের জন্য ৬ কোটি! তামান্নার আকাশছোঁয়া দামে মাথায় হাত আয়োজকদের

প্রশ্ন উঠেছে, অভিনেত্রীর কি আদৌ এহেন গগনচুম্বী পারিশ্রমিক প্রাপ্য?
Published By: Sandipta BhanjaPosted: 04:43 PM Jan 05, 2026Updated: 05:52 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পাশাপাশি বর্তমানে বলিউডের পরিচালক-প্রযোজকদেরও 'নয়নমণি' হয়ে উঠেছেন তামান্না ভাটিয়া। বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগতজীবনে যতই টানাপোড়েন থাকুক না কেন, তামান্নার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি যে তুঙ্গে, তা বললেও অত্যুক্তি হয় না! পঁচিশ সাল কাঁপিয়েছিলেন 'আজ কি রাত' দিয়ে। যে আইটেম নম্বরে বুঁদ হয়েছিল আট থেকে আশি। ছাব্বিশ সালেও নায়িকার ঝুলিতে একাধিক প্রজেক্ট। যেখানে কোনও আইটেম নম্বর নয়, বরং মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্নাকে। আর সেই প্রেক্ষিতেই কি বর্তমানে আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন নায়িকা?

Advertisement

খবর, সম্প্রতি গোয়ার বাগা বিচে বর্ষবরণের রাতে একটি কনসার্টে যোগ দিয়েছিলেন তামান্না ভাটিয়া। যেখানে মাত্র ছয় মিনিটের পারফরম্যান্স ছিল অভিনেত্রীর। দক্ষিণী সুন্দরীর শরীরী হিল্লোল চাক্ষুষ করতে কারি কারি টাকা ঢেলে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভক্তরাও। আর সেই কনসার্টের জন্যই নাকি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকান তামান্না ভাটিয়া। বলিউড মাধ্যম সূত্রে খবর, গোয়ার ওই কনসার্টে মাত্র ছয় মিনিট নাচ করার জন্য ৬ কোটি টাকা নিয়েছেন তামান্না। হিসেব কষলে দাঁড়ায় তামান্নার মিনিট প্রতি পারফরম্যান্সের দাম কোটি টাকা। আর সেই খবর প্রকাশ্য আসতেই শোরগোল! এহেন আকাশছোঁয়া দামের জন্য প্রশ্ন উঠেছে, যেখানে একটি মাত্র সিনেমার জন্য মুখ্য নায়িকারাই ৫-৬ কোটি পারিশ্রমিক নেন, সেখানে তামান্নার কেরিয়ার গ্রাফের কথা মাথায় রেখে এহেন ডাকসাইটে পারিশ্রমিক কি আদৌ তাঁর প্রাপ্য?

যদিও এপ্রসঙ্গে উল্লেখ্য, 'স্ত্রী ২' সিনেমায় 'আজ কি রাত' আইটেম নম্বরের মারাত্মক সাফল্যের পরই তামান্না ভাটিয়া পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছিলেন। সেটা সিনেমার ক্ষেত্রে খাটলেও কনসার্টের জন্যেও কি এহেন গগনচুম্বী পারিশ্রমিক প্রযোজ্য? 'মেগাবাজেট' তামান্নার জন্য চিন্তায় কনসার্টের আয়োজকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খবর, সম্প্রতি গোয়ার বাগা বিচে বর্ষবরণের রাতে একটি কনসার্টে যোগ দিয়েছিলেন তামান্না ভাটিয়া।
  • যেখানে মাত্র ছয় মিনিট নাচ করার জন্য ৬ কোটি টাকা নিয়েছেন তামান্না।
  • সেই খবর প্রকাশ্য আসতেই শোরগোল!
Advertisement