shono
Advertisement
Urvashi Rautela

লিওনার্দোর সঙ্গে কান-এর ছবি পোস্ট করতেই কেলেঙ্কারি কাণ্ড, ফের কটাক্ষের মুখে উর্বশী

এবার কী লিখে হাসির খোরাক হলেন অভিনেত্রী?
Published By: Arani BhattacharyaPosted: 06:37 PM May 29, 2025Updated: 06:37 PM May 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের প্রথম থেকেই চূড়ান্ত ট্রোলের শিকার হয়ে চলেছেন মডেল, অভিনেত্রী উর্বশী রাউতেলা। 'কান'-এর দরবারে তাঁর সাজ থেকে হোটেলের সিঁড়িতে অতিথিদের দাঁড় করিয়ে রেখে ফটোশুট চালিয়ে যাওয়া- এই সবকিছু নিয়েই বারবার ট্রোলের মুখে পড়েছেন উর্বশী। কেউ কেউ তো আবার তুলনা টেনেছেন বচ্চনবধূর সঙ্গেও। তবে মনে হয়েছিল এই চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো এই বিষয় কিছুটা হলেও স্তিমিত হবে। 

Advertisement

কিন্তু কোথায় কী? থামার কোনও লক্ষণই নেই। বরং উলটে তা উত্তরোত্তর বাড়ছে। ভাবছেন নতুন করে কী বাঁধালেন উর্বশী? তাহলে শুনুন, ফের সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন উর্বশী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে ছবি পোস্ট করেন উর্বশী। এবং সেই ছবির নিচে ক্যাপশনে উর্বশী লিখেছেন, 'লিওনার্দো ডিক্যাপ্রিও যখন তোমাকে 'কান'-এর রানি বলে সম্বোধন করেন, তখন সেটা টাইটানিক-এর মতো প্রশংসা। ধন্যবাদ লিও।' ব্যস, এখান থেকেই শুরু হল নতুন করে উর্বশীকে নিয়ে ট্রোলের ঘনঘটা। নেটিজেনরা সেই পোস্টে নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছে। কেউ লিখেছেন, 'লিওনার্দো আপনার প্রশংসা করেননি। উনি আপনাকে চেনেনও না। আপনিই যেচে ছবি তুলেছেন।' কেউ লিখেছেন, 'লিওনার্দো ডিক্যাপ্রিও কি জানেন যে আপনি তাঁর সম্পর্কে এমন বলছেন?', কেউ আবার মজা করে লিখেছেন, 'উনি কি আপনার 'ডাকু মহারাজ' ছবির প্রশংসা করেছেন?', কেউ কেউ আবার এই ছবি ২০২২সালের বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

২০২২ সালে অর্থাৎ তিন বছর আগে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রথম সাক্ষাৎ উর্বশীর। সেই সাক্ষাতের কথাও সোশাল মিডিয়ায় জানিয়ে সেই সময় কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। সেই সাক্ষাতের আলাপচারিতায় কী কথা হয়েছে তা জানাতে গিয়ে উর্বশী জানিয়েছিলেন, হলিউডের সুপারস্টারের তিনি বড় ভক্ত। তাঁর টাইটানিক ছবি দেখে বড় হওয়া। তাই কোথাও গিয়ে যেন তাঁর স্বপ্নপূরণ হয়েছে। সঙ্গে তিনি এও বলেন লিওনার্দো নাকি তাঁকে প্রতিভাময়ী অভিনেত্রী বলেছেন। যা শুনে নাকি উর্বশীর রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। সেইসময় এই কথা বলেও ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। তবে তিনি কখনই এসবে মাথা ঘামান না। তাই এসব কিছুকে উপেক্ষা করে নিজের মতোই জীবনযাপন করছেন বহুল চর্চিত মডেল অভিনেত্রী উর্বশী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন উর্বশী।
  • নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে ছবি পোস্ট করেন উর্বশী।
  • এবং সেই ছবির নিচে ক্যাপশনে উর্বশী লিখেছেন, 'লিওনার্দো ডিক্যাপ্রিও যখন তোমাকে 'কান'র রানি বলে সম্বোধন করেন।
Advertisement