shono
Advertisement
Urvashi Rautela

বাবার বয়সি নায়কের সঙ্গে অশ্লীল নাচ! নেটপাড়ার কটাক্ষের মুখে উর্বশী রাউতেলা

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
Published By: Suparna MajumderPosted: 08:11 PM Jan 03, 2025Updated: 09:11 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে উদ্দাম নাচ। তার জেরেই নেটিজেনদের একাংশের রোষানলে উর্বশী রাউতেলা। বাবার বয়সি নায়কের সঙ্গে এমন 'অশ্লীল' নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? সেই প্রশ্ন তুলে করা হয়েছে বিদ্রুপ।

Advertisement

বলিউড সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। আবার ঋষভ পন্থের সঙ্গে মাঝেমধ্যেই তাঁর নাম জড়িয়ে নানা রটনা রটে। তবে এবারে তেলুগু সিনেমা 'ডাকু মহারাজ'-এর গানের ভিডিওর জন্য কটাক্ষের শিকার নায়িকা। অভিযোগ, তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে যেভাবে অভিনেত্রী নেচেছেন তা বড়ই অশালীন।

সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, 'এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সি নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।' উ্রর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সেই প্রশ্নও তোলা হয়েছে।

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী। তার পরবর্তী কেরিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। তেলুগু সিনেমা 'ডাকু মহারাজ'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে 'ডাকু মহারাজ'-এর মুক্তি পাওয়ার কথা।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নাচ।
  • তার জেরেই নেটিজেনদের একাংশের রোষানলে উর্বশী রাউতেলা।
Advertisement