সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কোটির চূড়ায় 'পুষ্পা ২: দ্য রুল'। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার আল্লু অর্জুন। কারণ নায়কের ব্লকবাস্টার ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার। এটা তো শুধু অভিনেতার দোষ হতে পারে না! দক্ষিণী তারকার হয়ে সুর চড়ালেন বলিউডের 'বেবি জন' বরুণ ধাওয়ান।
রাজস্থানে 'বেবি জন' সিনেমার প্রচারে গিয়েছিলেন বরুণ ধাওয়ান। সেখানেই আল্লু অর্জুনের গ্রেপ্তারির প্রসঙ্গ ওঠে। তাতেই বরুণ বলেন, "সবকিছুতে শুধু অভিনেতার দোষ হতে পারে না। আমরা আমাদের চারপাশের মানুষদের সাবধান করতে পারি... যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমার সমবেদনা অবশ্যই থাকবে। কিন্তু এটাও বলব যে আপনি একটা মানুষের ঘাড়ে সব দোষ চাপাতে পারেন না।"
ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার।
তবে শুক্রবার এই ঘটনার জেরে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। ইতিমধ্যেই অভিনেতাকে নামপল্লি আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সংবাদসংস্থা এএনআই মারফত জানা গিয়েছে, দিন কয়েক আগে দক্ষিণী তারকা নিজের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজর করার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি যাতে এগিয়ে আনার অনুরোধ জানানো হয়, তা নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন দক্ষিণী অভিনেতা।