সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'নায়ক' হিসেবে শেষবার ২০১৯ সালে পর্দায় ধরা দিয়েছিলেন বিবেক ওবেরয়। বায়োপিকে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর থেকে লাইমলাইটের অন্তরালে বিবেক! তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে অহরহ কাটাছেঁড়া হলেও 'অভিনেতা' বিবেক ওবেরয়কে নিয়ে তেমন কৌতূহল চোখে পড়ে না দর্শকমহলে। তবে এবার 'মস্তি ৪'-এর রিলিজের সুবাদে দীর্ঘদিন বাদে চর্চায় তিনি। আর সেই ছবির প্রচারে গিয়েই শাহরুখ খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে খাল কেটে বিতর্ককে ডেকে আনলেন বিবেক। যা শুনে নিন্দুকদের ফোড়ন, 'আদতেই বিবেক-হীন!'
নাম-যশ, খ্যাতি ক্ষণস্থায়ী, একথা অনস্বীকার্য। কিন্তু তাই বলে বলিউড বাদশার স্টারডম নিয়ে প্রশ্ন? বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কের শিরোনামে বিবেক ওবেরয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দর্শক-অনুরাগীদের 'তারকা বিলাস' নিয়ে কথা বলছিলেন অভিনেতা। সেখানেই বিবেক বলেন, "১৯৬০ সালে কে, কোন সিনেমায় অভিনয় করেছেন, সেসব এখন কেউ মনেও রাখে না। পাত্তাও দেয় না। ২০৫০ সালে হয়তো লোকজন জিজ্ঞেস করবে, কে শাহরুখ খান?" এখানেই অবশ্য থামেননি বিবেক। হিন্দি সিনেইন্ডাস্ট্রির অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুরকে নিয়েও বেফাঁস মন্তব্য করেন তিনি।
'মস্তি' অভিনেতার সংযোজন, "এই যেমন, বর্তমান প্রজন্মের লোকজন জিজ্ঞেস করতে পারে, কে রাজ কাপুর? আমি-আপনি রাজ কাপুরকে সিনেমার ঈশ্বর বলে সম্বোধন করি, কিন্তু এই প্রজন্মের কাউকে জিজ্ঞেস করুন, তারা হয়তো রণবীর কাপুরের ভক্ত। তারা জানেও না রণবীর আদতে রাজ কাপুরের নাতি।" এহেন মন্তব্যের জেরে শাহরুখ ভক্তদের রোষানলে বিবেক ওবেরয়। অভিনেতার ফিল্মি গ্রাফ, অস্তাচলে যাওয়া অভিনয় কেরিয়ারের কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন একাংশ। কেউ বা আবার শাহরুখের তেইশ সালের দাপুটে প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দিয়েছেন। যে বছর কোভিড পরবর্তী অধ্যায়ে ধুঁকতে থাকা বলিউডের বক্স অফিসকে একাই চাঙ্গা করেছিলেন কিং খান। 'পাঠান', 'জওয়ান'-এর সুবাদে বাদশা একা ২৩০০ কোটির ব্যবসা করে বলিউডের হাল ফিরিয়েছিলেন। শাহরুখ খান। আক্ষরিক অর্থে যিনি ইন্ডাস্ট্রির 'কিং', অনুরাগীদের মনের 'বাদশা' আর দুস্থদের 'ভগবান', তাঁর 'স্টারডম' নিয়ে প্রশ্ন তুলে নিজেই বিতর্কে বিবেক ওবেরয়।
