shono
Advertisement
windows

'লাইটস, ক্যামেরা, অ্যাকশন', শুরু উইন্ডোজের 'ফুলপিসি ও এডওয়ার্ড' ছবির শুটিং, লোকেশনেই আসল চমক

কোথায় হচ্ছে ছবির শুটিং?
Published By: Arani BhattacharyaPosted: 09:26 AM Jan 04, 2026Updated: 12:24 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-এর শেষের দিকে উইন্ডোজের রজতজয়ন্তীতে নতুন ছবি নিয়ে একগুচ্ছ চমক দিয়েছিলেন টলিউডের হিট পরিচালকজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সেই তালিকায় ছিল তাঁদের নতুন ছবি 'ফুলপিসি ও এডওয়ার্ড'। নতুন বছরের শুরুতেই যে সেই ছবির শুটিং শুরু হবে সেকথাও জানানো হয়েছিল উইন্ডোজের তরফে। কথামতোই শুরু হল ছবির শুটিং।

Advertisement

রবিবাসরীয় সকালে শুটিং ফ্লোর থেকে ক্ল্যাপস্টিক হাতে শিবু-নন্দিতা একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, "উইন্ডোজের ২৫ তম বছরে ২৫ তম সিনেমা তার প্রথম দিনের প্রথম শটের আগে আমি ও নন্দিতা রায়। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শুরু করলাম আমাদের কাজ "ফুলপিসি ও এডওয়ার্ড।" মহিষাদল রাজবাড়িতে চলছে ছবির শুটিং। শনিবারই সেখানে পৌঁছে গিয়েছিল গোটা টিম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় টানা এই ছবির শুটিং চলবে বলেই জানা গিয়েছে।

 

‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প বুনছেন পরিচালকজুটি। কাস্টিংওয়েও রয়েছে চমক! সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়দের দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। উল্লেখ্য, এই ছবির হাত ধরে বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।

এর আগে ছবি নিয়ে নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছিলেন, “ফুল পিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। বরাবরের মতো আমাদের এই গল্পের সঙ্গেও দর্শক একাত্ম হবেন বলে আশা রাখছি।” এই সিনেমার মিউজিকের জন্য জুটি বাঁধবেন জয় সরকার এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবাসরীয় সকালে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় শুটিং ফ্লোর থেকে ক্ল্যাপস্টিকের একটি ছবি পোস্ট করেন।
  • ক্যাপশনে লেখেন, 'আজ থেকে শুরু স্বপ্ন, গল্প আর পর্দার জাদু— ফুল পিসি ও এডওয়ার্ড। লাইটস, ক্যামেরা, অ্যাকশন।'
  • মহিষাদল রাজবাড়িতে চলছে ছবির শুটিং। শনিবারই সেখানে পৌঁছে গিয়েছিল গোটা টিম।
Advertisement