shono
Advertisement

হৃদরোগের আক্রান্ত বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘নায়ক’ জওয়ান, ভাইরাল ভিডিও

হৃদরোগের প্রাথমিক বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল রোগী৷ The post হৃদরোগের আক্রান্ত বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘নায়ক’ জওয়ান, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:22 PM Oct 29, 2018Updated: 01:22 PM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ‘নায়ক’ সিআইএসএফ জওয়ান৷ হৃদরোগে আক্রান্ত হওয়া মরণাপন্ন রোগীর বুক পাম্প প্রাণের সঞ্চালন ঘটালেন মুম্বই বিমানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান৷ প্রাথমিক বিপর্যয় কাটিয়ে রোগীর দেহে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করে পরে হাসপাতালে ভরতি করা হয়৷

Advertisement

[হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না, রাম মন্দির ইস্যুতে হুমকি গিরিরাজের]

মুম্বই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিমানের যাত্রী চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে হঠাতই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী৷ সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যাত্রী৷ গোটা বিষয়টি নজরে আসতেই ছুটে যান সিআইএসএফ জওয়ান মোহিত কুমার শর্মা-সহ আরও এক জওয়ান৷ মরণাপন্ন রোগীর পরিস্থিতি দেখে নিজেই প্রাথমিক চিকিৎসার কাজে হাত লাগান৷ রোগীর বুকে পাম্প করতে শুরু করেন৷ বেশ কিছুক্ষণের চেষ্টার পর বিপদ কাটে রোগীর৷ মৃত্যুর মুখ থেকে যাত্রীকে ফিরিয়ে এনে তড়িঘড়ি বিমানবন্দর লাগোয়া হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়৷ শুরু হয় চিকিৎসা৷ হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগের প্রাথমিক বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল রোগী৷

[ওড়িশার ভদ্রকে রেল অবরোধ, দক্ষিণ ভারতগামী রুটে ব্যাহত ট্রেন চলাচল]

এদিনের এই গোটা বিষয়টি বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে৷ ৪৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ হতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ মোবাইলে-মোবাইলে ছড়িয়ে পড়ে সিআইএসএফ জওয়ানের ভিডিও৷ জওয়ানের ভূমিকা নিয়ে প্রশংসার ঝড় উঠতে থাকে৷ সংবাদ সংস্থা এএনআইয়ের তরফেও জওয়াবের ভূয়সী প্রশংসার খবর প্রকাশিত হয়৷   

[পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার ২ পাক অনুপ্রবেশকারী, নেপথ্যে নাশকতার ছক? ]

 

The post হৃদরোগের আক্রান্ত বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘নায়ক’ জওয়ান, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement